Header Ads


  • অষ্টেলিয়ায় করোনা আইন ভঙ্গের দায়ে মস্ত্রী মি. ডন হারউইনকে জরিমানা, অতঃপর স্বেচ্ছায় পদত্যাগ


    প্রভাত নিউজ: ”On Justice for All & Equal treatment under the Law”. আইন সবার জন্য সমান। হউক আইন প্রনেতা আর যার জন্য আইন তৈরী। এ কথাটি যেন করোনা ভাইসারের সময় আরেকবার স্মরণ করিয়ে দিল।
    অষ্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য সরকারগুলি করোনা নামক মহাব্যাধি রোধ কল্পে প্রয়োজনীয় ব্যতীত গৃহ থেকে বের না হওয়ার জন্য কঠোর আইন জারী করেছে। আর এর মধ্যেই নিউ সাউথ ওয়েলস সরকারের প্রভাবশালী ও আর্টস মস্ত্রী মি. ডন হারউইন সিডনী নিজ বাস ভবন থেকে ৬০-৭০ দূরে সেন্ট্রাল কোষ্টের পার্ল বিচ নিজ হলিডে হাউজে হলিডে করার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই পুলিশ তদন্তে সত্যতা খুঁজে পান এবং নিয়ম অনুযায়ী এক হাজার ডলার জরিমানা ধরিয়ে দেন। যদিও মন্ত্রী স্বাস্থ্যগত কারনে সেখানে গমন করার কথাটি টিকে নাই। এর পর থেকেই বিরোধী দলগুলির পদত্যাগের দাবীর মুখে স্বেচ্ছায় মি.ডন পদত্যাগের কথা জানান।
    মি. ডন হারউইন Special Minister of State, Minister for the Public Service and Employee Relations, Aboriginal Affairs এর দায়িত্ব পালন করছিলেন।  

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728