আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
অনলাইন ডেস্ক: আজ ১৭ই এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। একাত্তর সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল। তৎকালীন মেহেরপুরের মহকুমার বৈদ্যতলার আম্রকাননে এদিন রচিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তযুদ্ধের অবস্মিরণীয় ইতিহাস। একাত্তরের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠন করা হয় মুজিবনগর সরকার। জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। তবে এবছর এ দিনটি মহাব্যাধি করোনা ভাইরাসের জন্য প্রতিবৎসর ন্যায় জাতীয় অনুষ্ঠানগুলি হচ্ছে না।
বিশ্বজুড়ে ত্রাণ সৃষ্টি করা প্রাণঘাতী করোনাভাইরাস বাঙালীকে ঘরে থাকতে বাধ্য করেছে। তবে মুজিবনগর দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments