Header Ads


  • গাজীপুর জেলা প্রেসক্লাবকে ঈদ সামগ্রী উপহার দিলেন মেয়র জাহাঙ্গীর আলম


    স্টাফ রিপোর্টার:
    গাজীপুর জেলা প্রেসক্লাবকে ঈদ সামগ্রী ও আর্থিক সহয়তা করলেন সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
    গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা প্রেসক্লাবের ৪১ বিশিষ্ট সদস্যদের মেয়রের ছয়দানাস্থ বাস ভবন থেকে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়।
    মেয়র বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় গাজীপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা এবং ঈদ উপহার প্রদান করছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নগরীর লাখ লাখ কর্মহীন, দরিদ্র, অসহায়, দুস্থ মানুষকে এ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
    তিনি গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ মহানগরীর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং থানা এলাকার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ উপহার প্রদান করেন।
    গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুলের অনুপস্থিতিতে উক্ত ঈদ সামগ্রী গ্রহণ করেন,  সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন দীপু, সহ-সভাপতি জাহিদুর রহমান বকুল, সহ-সভাপতি মোঃ আলমগীর কবির, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ সাধারন সম্পাদক মুসা খান রানা, সহ-সাধারণ সম্পাদক কফিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ  জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মানিক হোসেন, সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য হেমায়েত হোসেন বকুল, নির্বাহী সদস্য রনি আহমেদ ও নির্বাহী সদস্য মোস্তফা হোসেন আজাদ প্রমুখ।
    ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে মিনিকেট চাল, পোলাও চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই, মসলা, আলু ও নগদ টাকা।
    এর আগে গাজীপুর প্রেসক্লাব, মহানগর, থানা পর্যায়ের সাংবাদিক ও টঙ্গীর সাংবাদিকদের ঈদ সামগ্রীদেন মেয়র জাহাঙ্গীর আলম।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728