বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলোমনাই এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়ার উদ্যোগে আগামী ২২ শে আগষ্ট দোয়া মাহফিলের আয়োজন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ১৯৬১ সালের ১৮ই আগষ্ট দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের প্রথম উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রতিষ্ঠা লাভ করে।
গৌরবোজ্জ্বল ৫৯ বছর পাড়ি দিয়ে ৬০ বছরে পর্দাপন করেছে বাকৃবি। স্থলজ ও জলজ উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কৃষিবিজ্ঞানের সকল শাখাই এর কার্যক্রমভুক্ত। রাজধানী ঢাকার ১২০ কিলোমিটার উত্তরে ময়মনসিংহ শহরের ৩ কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে প্রায় ১২০০ একর জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখানে আছে আরও দুটি জাতীয় গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় কয়েকটি গুরুত্বপূর্ণ শস্যের জাত, চাষাবাদ কৌশল ও প্রযুক্তি উদ্ভাবন ও প্রসারে সাফল্য অর্জন করেছে। এসব প্রযুক্তি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখছে। উদ্ভাবিত ফসলের জাতের মধ্যে রয়েছে BAU-63 এবং BAU-16 নামে দুটি আধুনিক ধানের জাত; সম্পদ ও সম্বল নামে দুটি উচ্চ ফলনশীল সরিষা; সয়াবিনের চারটি কালটিভার ডেভিস, ব্রাগ, সোহাগ ও জি-২; মিষ্টি আলুর দুটি কালটিভার- কমলাসুন্দরী ও তৃপ্তি এবং মুখি কচুর (Colocasia esculenta) তিনটি কালটিভার- লতিরাজ, বিলাসী ও দৌলতপুরী (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে)। চাষাবাদের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত প্রযুক্তিগুলির মধ্যে আরও রয়েছে বীজবপন যন্ত্র, সার ছিটানো যন্ত্র, মাটি পরীক্ষার কিট, জীবজসার (biofertilizer), বহুবর্ষজীবী পাতাজাতীয় সবজির চাষ, ধইঞ্চার জোড়কলম প্রভৃতি। বিভিন্ন ধরনের ফলের চাষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে রয়েছে কলা ও আনারস উৎপাদনের উন্নত প্রযুক্তি, পেয়ারা গাছের নেতিয়ে পড়া (wilt) রোগ নিয়ন্ত্রণ কৌশল, ফলের রস সংরক্ষণের আধুনিক প্রযুক্তি প্রভৃতি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণালব্ধ বেশ কয়েকটি প্রযুক্তি মৎস্য ও পশুসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যেমন পোল্ট্রি ভেকসিন উৎপাদন, মুরগির বসন্ত ও রানিক্ষেত টিকা উদ্ভাবন, গবাদি পশুর কৃত্রিম প্রজনন, সুষম ‘পোল্ট্রি ফিড’, গরুর খাবার হিসেবে ‘ইউরিয়া মোলাসেস’-যুক্ত খড়ের ব্লক, স্কেভেনজিং পোল্ট্রির উন্নত জাত, ধানক্ষেতে চিংড়ি ও অন্যান্য মাছের চাষ, মাগুর ও শিং (Heteropneustes fossilis) মাছের কৃত্রিম প্রজনন কৌশল, মাগুর (Clarias batrachus) চাষে কৃত্রিম খাবার প্রভৃতি। উন্নত লাঙল, সোলার ড্রায়ার, কম খরচে সেচনালা প্রস্ত্তত, মাটি-সিমেন্ট ও ফেরো-সিমেন্টে তৈরি শস্যগুদাম, বায়োগ্যাস প্লান্ট প্রভৃতি ক্ষেত্রেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রম, বিশেষভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও জীবপ্রযুক্তির ক্ষেত্রে গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ করা হচ্ছে।
কোভিট- পরিস্থিতির কারনে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ৬০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় দিবস বাস্তবায়ন কমিটি । সকাল সাড়ে ১০টায় উদীচী ঘাট সংলগ্ন ব্রম্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও হ্যালিপেড সংলগ্ন এলাকায় সাড়ে ১১টায় গাছের চারা বিতরন ও রোপন করা হয়।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শোকের মাস আগস্ট এবং করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাকজমকপূর্ণ কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলোমনাই এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়ার উদ্যোগে আগামী ২২ শে আগষ্ট বিশ্ববিদ্যালয়ের কৃষিতে অভাবনীয় উন্নয়ন সাধনে বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উঁচুতে পৌছাঁনো এবং বিভিন্ন সময়ে কোভিট-১৯ সহ বিভিন্ন কারনে পরলোকগত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । সংগঠনের পক্ষ থেকে জাকির হোসেন সবাইকে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করেছে। তবে সশরীরে উপস্থিত হতে না পারলেও জুম সফটওয়্যারের মাধ্যমে দোয়ায় অংশগ্রহন করতে পারবেন।
তারিখ: ২২ শে আগষ্ট, শনিবার ২০২০
সময়: সন্ধ্যা ৬.৩০টা
স্থান: 3/16 Minto Rd, Minto
Hossain Zakir Hossain Zakir is inviting you to a scheduled Zoom meeting.
Topic: BAUAAA’s BAU 60 years celebration & Doa program
Time: Aug 22, 2020 06:30 PM Canberra, Melbourne, Sydney
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/9213377467...
Meeting ID: 921 337 7467
Passcode: Lq2qdw
No comments