Header Ads


  • শ্রীপুরে শিশু বলাৎকার মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১


    জাহিদ বকুল:

    গাজীপুরের শ্রীপুরে কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অধিবাসীর শিশু ছেলে (১২)কে বলৎকার মামলার প্রধান আসামী মাদ্রাসার শিক্ষক কারী মোঃ মকবুল হোসেন (৫০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

    র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুনির হাসান এর দিক নির্দেশনায় গাজীপুরের শ্রীপুর এলাকায় শিশু বলৎকার মামলার আসামী গ্রেফতারের কাজ শুরু করে র‌্যাব-১।

    গত ২৮ জুন উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার অধিবাসী শিশু ছেলে ভিকটিম (১২) কে মসজিদে কোরআন শিক্ষা দিবে বলে আসামী কারী মোঃ মকবুল হোহেন(৫০) বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাহার বাড়ীর ভিতর ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তার পরিহিত হাফ প্যান্ট খুলে প্রকৃতির নিয়মের বাহিরে তার পায়ুপথে যৌন সংগম করে এবং একপর্যায়ে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী মকবুল দ্রুত পালিয়ে যায়। ভিকটিম অসুস্থ্য হওয়ায় পরবর্তীতে ভিকটিমের পরিবার তাকে স্থানীয় ভাবে চিকিৎসা করান। এই বিষয়ে ভিকটিমের পিতা র‌্যাব-১, গাজীপুর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ এর চৌকস আভিযানিক দল উক্ত ভিকটিমকে উদ্ধার এবং ধর্ষণকারীকে গ্রেফতারের লক্ষ্যে সোর্স নিয়োগসহ র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

    এরই ধারাবাহিকতায়ঃ (৯ নবেম্বর) সোমবার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,  মামলার আসামী উপজেলার কেওয়া পশ্চিম খন্ড  এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামি মকবুল হোসেন উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত আব্দুল হাফিজের ছেলে।তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।এই বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন,এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আসামীকে জেল হাজতে পেরন করা হয়েছে।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728