Header Ads


  • গাজীপুরে এএসপি আনিসুল করিমের দাফন সম্পন্ন

     


    জাহিদ বকুল:

    রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে  গত ৯ নভেম্বর নিহত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে জানাজা শেষে দাফন করা হয়েছে।

    মঙ্গলবার ১০ নভেম্বর সকাল সোয়া ৯ টায় গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

    এর আগে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে সকাল সাড়ে ৮টায় নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    জানাজার নামাজে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) বিভাগ জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) বিভাগ মো. হুমায়ুন কবির, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, নিহতের বাবা মো. ফাইজউদ্দিন, নিহতের বড়ভাই রেজাউল করিম সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান আজমল ভুঁইয়া সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

    পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। নিহতের ভাই রেজাউল করিম সবুজ প্রধানমন্ত্রী ও সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।

    কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, যাদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মারধরে নিহত হন বলে  নিহত পরিবারের অভিযোগ। তিনি বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

    শিপন ২০০০ সালে গাজীপুর শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস ও কাজী আজিমউদ্দিন কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাস করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ৩১তম বিসিএসে উর্ত্তীণ হয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

    এএসপি আনিসুল করিম শিপন, তার স্ত্রী ও ছেলে

    চার ভাইবোনের মধ্যে আনিসুল করিম সবার ছোট। বাবা ফাইজুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে হলেও প্রায় ৪০ বছর ধরে গাজীপুর নগরের বরুদা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

    ২০১১ সালে আনিসুল করিম শিপন বিয়ে করেন। তার স্ত্রীর নাম শারমিন সুলতানা। এ দম্পতির চার বছর বয়সী সাফরান নামে একটি ছেলে রয়েছে।

    গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন। পরে শিপনের বাবা মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহমেদ বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন।

    এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এলাকাবাসীর পক্ষ থেকে বুধবার (১১ নভেম্বর) সকালে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।



    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728