Header Ads


  • বাংলাদেশের নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের চলে গেলেন না ফেরার দেশে

     


    জাহিদুর রহমান বকুল ঃ

    না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। শুক্রবার ভোর ৬ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য অভিনেতা। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

    শুক্রবার ২৭ নভেম্বর সকালে পারিবারিক সূত্রে এই তথ্য জানা যায়। 

    আলী যাকের দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। একইসাথে তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন।

    ১৯৪৪ সালের এপ্রিল মাসে চট্টগ্রামে আলী যাকেরের জন্ম। ১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের 'কবর' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আলী যাকের নাট্যাঙ্গনে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ১৯৭৩ সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে।

    টেলিভিশন নাটক এবং মঞ্চনাটকে বেশ জনপ্রিয় ছিলেন আলী যাকের। ১৯৮০ এবং ৯০'র দশকে আলী যাকের অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের মনে স্থান করে নিয়েছিল।

    তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে 'বহুব্রীহি' এবং 'আজ রবিবার'। এছাড়া 'নদীর নাম মধুমতি' এবং 'লালসালু' সিনেমায় আলী যাকেরের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। স্ত্রী সারা যাকেরকে নিয়ে গড়ে তোলেন দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা।

    বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে আলী যাকেরের অবদান রয়েছে। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি।

    শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728