গাজীপুর থেকে ঢাকা গেজেট অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু
জাহিদুর রহমান বকুল:
“সত্য ও সুন্দরের প্রত্যাশায় ” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর থেকে ঢাকা গেজেট ২৪.কম (dhakagazette24.com ) নামে একটি অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়েছে ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা শহরের ইন্ডিপেন্ডেন্ট কলেজের হলরুমে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নিউজ পোর্টালটি উদ্বোধন করা হয়েছে ।
অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মোঃ হাজিনুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, দৈনিক যোগফল পত্রিকার সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ বাদল, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আজকের জনতার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ সামসুল হক রিপন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক ও বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সম্পাদক সামসুল আলম শিবলী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গনসংযোগ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, বিশিষ্ট চিকিৎসক ডা. শামস বিন হাবিব, গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ূন কবির, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল বারী বাবুল, ডেইলী ইন্ডাষ্ট্রির জেলা প্রতিনিধি প্রতাপ কুমার গোপ, ঢাকা গেজেট এর বার্তা সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরে লগো উন্মোচনের মাধ্যমে অনলাইন পোর্টালটির উদ্বোধন করা হয় ।
No comments