Header Ads


  • ব্রাক্ষনবাডিয়া জেলার কসবা থানায় ধর্মপুর প্রবাসী সমাজ কল্যন পরিষদ গঠিত


    নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা ছিনিয়ে আনার জন্য প্রবাসীরা অগ্রনী ভুমিকা পালন করেছিল। এমনকি দেশের মহামারি, বন্যা অথবা যে কোন প্রাকৃতিক দূর্যোগের সময় প্রবাসে বসবাসরত বাংলাদেশেরী সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে। এমনি এক মহৎ উদ্দেশ্য গ্রামের অসহায় দু:স্থ, প্রাকৃতিক দূর্যোগ ও জন কল্যানমূলক কাজ করা লক্ষ্যে সম্প্রতি ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানাধীন ধর্মপুর গ্রামের প্রবাসে বসবাসরত প্রবাসীরা গঠন করেছে ”ধর্মপুর প্রবাসী সমাজ কল্যান পরিষদ”। গত ৬ সেপ্টেম্বর ২০২০ সালে ভার্চুয়াল মাধ্যম জুম এ এই জনকল্যান পরিষদ গঠিত হয়েছে। সর্বসম্মতিতে অষ্ট্রেলিয়া প্রবাসী কৃষিবিদ মো: জাকির হোসেন জীবনকে সভাপতি এবং সৌদি আরব প্রবাসী মনির পাঠানকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়াও ৩ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীতে আছেন কানাডা প্রবাসী লোকমান হাকিম, জার্মানী প্রবাসী ড. সোহরাব মুন্সি সোহাগ এবং অষ্ট্রেলিয়া প্রবাসী সোহেল রানা মুন্সি। ধর্মপুর প্রবাসী সমাজ কল্যান পরিষদ ইতিমধ্যেই গ্রামের উন্নয়নের জন্য কমিটির সদস্যরা আপ্রান চেষ্টা করে যাচ্ছে। গত ৭ নভেম্বর গ্রামের ৩ টি অসহায় পরিবারকে ৫ হাজার টাকা করে সাহায্য প্রদান করা হয়। সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন জয় সহ গ্রামের বহু গনমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি কৃষিবিদ জাকির হোসেন আগামীতেও আরও অসহায় পরিবারদের সাহায্য ও জনকল্যান মূলক কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করার কথা বলেন। সংগঠনের নেয়া বিভিন্ন কর্মসূচীগুলি হলো: ১.গ্রামের গরীব ছেলেমেয়েদের বৃত্তি ২. প্রবাসী ছেলেমেয়েদের বৃত্তি ৩. প্রবাসী পরিবারের জরুরী সাহায্যের প্রয়োজন ৪. গ্রামের তরুনদের সহযোগিতা ৫. কোন গর্ভবতী মায়ের চিকিৎসায় টাকার প্রয়োজনে সহায়তা ৬.গ্রামের অসহায় বৃদ্ধদের সহযোগিতা ৭. অসহায় এতিমদের সহায়তা করা ৮. কেহ গৃহহীন হলে ঘরের ব্যবস্থা করা ৯. গ্রামের স্যানিটারি/টয়লেটের ব্যবস্থা ১০.বৃক্ষ রোপন প্রজেক্ট করা। ধর্মপুর গ্রামের প্রবাসীরা যে জনকল্যানমূলক কর্মসূচী হাতে নিয়েছে তা

     

    একদিন এ গ্রাম হবে আর্দশিক বা মডেল গ্রাম। এভাবে বাংলাদেশের প্রতিটি গ্রামের প্রবাসে বসবাসরত প্রবাসীরা নিজ গ্রাম উন্নয়নে এগিয়ে আসলে আমাদের প্রিয় ভূমির দৃশ্য বদলে যাবে সকলের বিশ্বাস। 

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728