ত্যাগী ছাত্রনেতারা বঞ্চিত রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতেঃ - সাবেক ছাত্রনেতাদের ক্ষোভ প্রকাশ!
জাহিদ বকুল ঃ
দীর্ঘ নাটকিয়তার পরে রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। রাজপথে দীর্ঘদিনের মুখ ও রাজিবপুর উপজেলা বিএনপির মনোনীত ছাত্রনেতা আল-আমীন আহ্বায়ক হবার কথা ছিলো, কিন্তু কোন এক অঙ্গাত কারণে রাজপথের পরিচিত মুখ ও ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার আল-আমিনসহ রাজপথের ত্যাগী ও সুযোগ্য ছেলেদের প্রত্যাশিত জায়গায় না রেখে ৩/৪ মাস আগে ছাত্রলীগ থেকে দলে আসা নবাগতদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে দলের ত্যাগী ছাত্রনেতারা।
এ বিষয়ে রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজিবপুর ছাত্রদেলের ইতিহাসের সবচেয়ে বেশি ত্যাগী ও নিবেদিত ছেলেদের দিয়ে আমরা উপজেলা বিএনপি ছাত্রদলের কমিটির প্রস্তাব করেছিলাম কিন্তু দুঃখজনক ভাবে কে বা কার নির্দেশে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতারা আমাদের প্রস্তাবিত কমিটিকে অগ্রাহ্য করে আল-আমিনসহ বাকি ছেলেদের কাউকেই যথোপযুক্ত জায়গায় রাখা হয়নি। এছাড়াও শাহাবুল ইসলাম সুমন, কামরুল হাসান কিরণ, আব্দুল হাকিম, মাজেদুল ইসলাম,আব্দুল্লাসহ আরো অনেক পরীক্ষিত ছেলেকে ২১ সদস্যের কমিটিতে নূন্যতম সদস্য হিসেবেও রাখা হয়নি। অথচ কমিটিতে জায়গা পেয়েছে নব্য ছাত্রদল করা কয়েকটি ছেলে। এভাবে যদি চলতে থাকে সংগঠন ঘুরে দাড়াতে পারবে না।উপজেলা বিএনপি যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে দলকে সুগঠিতভাবে এগিয়ে নিতে সহজ হবে বলে মনে করে তাদেরকেই বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা বানাতে চায়। কিন্তু কোথায় থেকে কিভাবে জেলার নেতাদের কাছে গায়েবী ওহী নাযিল হয়,আর আমাদের উপজেলা বিএনপির প্রস্তাবনাকে অগ্রাহ্য করে সেই গায়েবী ওহী অনুযায়ী কমিটি দেয়। এসব খামখেয়ালিপনার জন্যই বিএনপি ঘুরে দাড়াতে পারছে না। জানিনা এসব নোংরামী কতদিন চলবে। আল্লাহ ভরসা।
এ বিষয়ে রাজিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস,এম বাবুল আক্তার বলেন, ত্যাগীদের অবমূল্যায়ন করায় এই কমিটি গ্রহণযোগ্য নয়।এছাড়াও ছাত্রদলের আরেক সাবেক সভাপতি সাব্বির হোসেন মন্ডল বলেন এই কমিটি উপজেলা বিএনপির সিদ্ধান্তের বাইরে। পরীক্ষিত ছেলেদের বঞ্চিত করে নবাগতদের কমিটিতে জায়গা করে দেয়ায় আমরা চরমভাবে হতাশ।
বানানের এই অবস্থা কেন? বানানের দিকে নজর দিতে হবে
ReplyDelete