আগামী ২০শে ডিসেম্বর বাংলাদেশ কৃষি বিশ্বিবিদ্যালয় এলামনাই অব অষ্ট্রেলিয়ার বার্ষিক BBQ
আতিকুর রহমান: কোভিট-১৯ এর জন্য দীর্ঘদিন অষ্ট্রেলিয়াতে তেমন বড় ধরনের কোন অনুষ্ঠান হতে পারেনি। এ মাস থেকে সিডনীতে স্বাস্থ্যনীতির বেশ কিছুটা শীতল করা হয়েছে। দীর্ঘদিন যাবত সিডনীর বাংলাদেশ কৃষিবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অন্যতম সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই অব অষ্ট্রেলিয়ার সদস্যরা একত্রিত হতে পারছিলেন না। বৎসরের শেষ প্রান্তে সকলের কর্ম ব্যস্ততাও কিছুটা শীতল হয়ে এসেছে। অবশেষে সব প্রতিক্ষার পর আগামী ২০শে ডিসেম্বর রবিবার এলামনাই সদস্য-সদস্যাদের জন্য বারবিকিউ এর ব্যবস্থা করা হয়েছে। সিডনীর অষ্ট্রেলিয়ান বোটানিক্যাল গার্ডেন (362 Narellan Rd, Mount Annan, NSW-2567) এ বারবিকিউ অনুষ্ঠিত হবে। দুপুর ১২.০০টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত েএ বারবিকিউ অনুষ্ঠান চলবে। প্রতিবারের মত এবারেরও বিনোদনসহ বিভিন্ন ধরনের কর্মসূচী অনুষ্ঠান মালায় যুক্ত করা হয়েছে। বারবিকিউটি নির্দিষ্ট কোন চাঁদা না থাকলেও যে কোন স্বত:ফূর্ত ভাবে আর্থিক সহায়তা করা যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি আজমল হোসেন ও সাধারন সম্পাদক জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল এলামনাইকে সপরিবারে অংশগ্রহন করার জন্য সদয় আমন্ত্রন জানিয়েছেন। যোগাযোগের জন্য- আজমল হোসেন-0413 132 150 এবং জাকির হোসেন-0430 040 490।
No comments