Header Ads


  • আজ ১৬ ডিসেম্বর বুধবার সাহাদ নোমানীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

     আতিকুর রহমান: আগামী ১৬ই ডিসেম্বর বুধবার সিডনীর ওয়ালী পার্কের বসবাসরত  কৃষিবিদ মোহাম্মদ নোমানী ও মিসেস জান্নাতুল নাইমের সন্তান মো. সাহাদ নোমানীর নামাজে জানাজ অনুষ্ঠিত হবে। ল্যাকেম্বাস্থ বড় মসজিদে (75 Wangee Road, Lakemba) দুপুর ১২.৩০ মিনিটে জোহর নামাজের পর সাহাদের নামাজের জানাজা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ করার পর বন্ধুদের সহ সিডনীর Jarvis Bay এর কাছাকাছি Sanctuary Point এ বেড়াতে যায়। পুলিশ সাহাদের মৃতদেহ লাশ  Sancturay Point এর পানি থেকে উদ্ধার করা হয়। পুলিশ সব আনুষ্ঠিকতা শেষে পরিবারের নিকট সাহাদের লাশ দেয়া হবে। আগামী বুধবার বাদ জোহর নামাজের জানাজা শেষে Rookwood Cemetery এ দাফন করা হবে বলে জানা যায়। জনাব মোহাম্মদ নোমানীর দু’ পুত্র সন্তানের মধ্যে সাহাদ ছিল প্রথম। অত্যন্ত মেধাবী সাহাদ ল’ বিষয়ে পড়াশুনা শেষ করেছিলেন। সে ছিল অত্যন্ত ধার্মিক এবং ভদ্র। বন্ধুমহলে ছিল অত্যন্ত আন্তরিক ও স্নেহের। প্রভাত পরিবার সাহাদের আত্নার মাগফেরাত কামনা করছি এবং নোমানী ভাই ও পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং এ শোক সইবার শক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। সম্প্রতি নিউ সাউথ ওয়েলস সরকার স্বাস্থ্যনীতি বেশ শীতল করায় জানাজায় সকলে অংশগ্রহন করতে পারবে। মসজিদে মহিলার পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728