জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটু কথা বলবে তাদের ছাড় দেয়া হবেনা - মেয়র জাহাঙ্গীর আলম
জাহিদুর রহমান বকুলঃ
ইমাম – খতিব ওলামা মাশায়েখ সমাবেশে ২০২০ গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজনে মহানগরের উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে আজ ১৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের স্থপতি, মহান মুক্তিযুদ্ধের ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কে নিয়ে ছোট করে কটুক্তি করে কেউ কথা বলবেননা। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে, দেশ নিয়ে ও আলেম ওলামা নিয়ে যারা কটু কথা বলবে, তাদের কে ছাড় দেওয়া হবে না। তারা দেশ ও জাতির শত্রু।
মেয়র আরও বলেন, রাজনৈতিক ক্ষেত্রে আমি অনেকের নেতা হতে পারি কিন্তু আমার নেতা আলেম ওলামারা। যারা ভালো কাজের আদেশ করে,অসৎ কাজের নিষেধ করে। যাদের দিকনির্দেশনায় ৯০% মুসলমানরা চলে,সেই আলেমরাই এই সমাজ ও জাতির গর্ব। ওয়াজ মাহফিল যতক্ষণ ইচ্ছা শুনতে পারবেন, করতে পারবেন কিন্তু একটা নিদিষ্ট স্থানে ও সময়ে উল্লেখ্য করে মেয়র বলেন- এই শহরে আলেমদেরকে কেউ কটু কথা বললে, ইমামমতি থেকে বাদ দিলে তাদের বিরুদ্ধে আমি লড়বো। মহান বিজয় দিবস উপলক্ষে ইমাম ও খতিবদের মাঝে সম্মাননী ভাতার চেক বিতরণ কালে এসব কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যে সম্মানী ভাতা দেওয়া হয়,সেটা বেতন নয়,সম্মানী। এমপি মন্ত্রী মেয়র বেতন পায় জনগনের টেক্সের টাকায়,যারা টেক্স দেয়,তারা রাষ্ট্রের মালিক আর আমি আপনাদের সেবক। তাই আপনাদের সম্মান দ্বিগুণ। মেয়র বলেন,গাজীপুর সিটিকে ক্লিন ও গ্রিন সিটি উপহার দেওয়ার জন্য আপনার সহযোগিতা অপরিহার্য। এ সময় আরও বক্তব্য রাখেন বোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুর রহিম আল মাদানী।
এছাড়াও দেশ বর্রণ্য আলেম ওলামাবৃন্দ। উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি ড,আবদুল মান্নান সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি ইমাম মোয়াজ্জেম ও আলেম অংশগ্রহণ করেন।
মহানগরে প্রতিষ্ঠিত আড়াই হাজার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে প্রতিমাসে ১৪০০ টাকা সম্মানী দেয়া গাজীপুর সিটি কর্পোরেশন।
No comments