চিরদিনের জন্য চলে গেলেন সিডনীর পরিচিত মুখ মিসেস শারমিন জাহান পাপিয়া। আগামীকাল সকাল ১১ টায় নামাজে জানাজা।
আতিকুর রহমান: সিডনী বাংলাদেশীদের কাদিঁয়ে চির দিনের জন্য চলে গেলেন অত্যন্ত পরিচিত মুখ ও হাস্যোজ্জ্বল শারমিন জাহান পাপিয়া। আজ সকালে সিডনীর লিভারপুল হাসপাতালে মিসেস শারমিন জাহান পাপিয়া ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহী ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মিসেস পাপিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি সাংস্কৃতিক অংগনে বেশ পরিচিত ছিলেন। মিসেস পাপিয়া হাসপাতালে একটি অপারেশনের সময় কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে লিভারপুল হাসপাতালে আইসিইউ-তে ছিলেন। কুমিল্লার অত্যন্ত সন্্রান্ত পরিবার কাজী বাড়ীর সন্তান মিসেস পাপিয়া মিন্টো নিবাসী স্বামী হায়দার চৌধুরী বাবু ও একমাত্র কন্যা তাসফিয়া, ছোট বোন মিসেস জুলিয়া ও স্বামী মো. ভূঁইয়া মামুন সহ অসংখ্য আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাংখাী রেখে গেছেন।
মিসেস শারমিন জাহান পাপিয়ার নামাজে জানাজা আগামীকাল ২৫শে জানুয়ারী সোমবার সকাল ১১.০০টায় Narellan Cemetery (6 Richardson Rd, Narellan NSW 2567) এ অনুষ্ঠিত হবে। জানাজার আনুষ্ঠিকতার পর সিডনীর নারেলেন কবরস্থানে মরহুমার দাফন করা হবে। কোভিড-১৯ স্বাস্থ্যবিধির নিয়ম-নীতির জন্য জানাজায় অংশগ্রহনের জন্য অবশ্যই পূর্বে নাম রেজিষ্ট্রির জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। মালিক শাফি জাকি 0470 390 428 এ নম্বরে ফোন করে নাম রেজিষ্ট্রি করা যাবে। মিসেস শারমিন জাহান পাপিয়ার অকাল মৃত্যুতে প্রভাত পরিবার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
No comments