Header Ads


  • সিডনীতে বাংলাদেশ কমিউনিটি হাবের উদ্যোগে অষ্ট্রেলিয়া ডে উদযাপিত

    আতিকুর রহমান: ২৬শে জানুয়ারী অষ্ট্রেলিয়ার জাতীয় দিবস অথাৎ অস্ট্রেলিয়া ডে। অস্ট্রেলিয়ার সরকার প্রতি বৎসর অত্যন্ত জাঁকজমকভাবে দিবসটি পালন করে থাকে। দিনটি সরকারী ছুটির দিন। রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন কাউন্সিল নিজ নিজ এলাকায় দিবসটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে। এ বৎসর কোভিড-১৯ এর জন্য ব্যাপক আকারে না হলেও অনুষ্ঠানের কোন কমতি ছিল না। এ দিবসটি বিগত দিনে বাংলাদেশী কমিউনিটি ভিত্তিক সংগঠন গুলি তেমন কোন অনুষ্ঠান করতে দেখা যায়নি। এবারই সিডনীতে নতুন সংগঠন বাংলাদেশ কমিউনিটি হাব নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া ডে পালন করে। সকালে ভবনের সামনে স্থাপিত অষ্ট্রেলিয়া, বাংলাদেশ ও বিডি হাবের পতাকা  ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের অনুষ্ঠান মালার সূচনা করে। পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মি. ডারসি লাউন্ড। 

    ছবি: বক্তব্য রাখছেন বায়ে পি. এস চুন্নু ও ডানে সিরাজুল হক

    অনুষ্ঠান পরিচালনা ছিলেন বিডি হাবের সভাপতি আবুল হোসেন এবং সাধারন সম্পাদক আবদুল খান রতন। কাউন্সিলর মি. ডারসি লাউন্ড অষ্ট্রেলিয়া ডে এর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অষ্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক ও সাধারন সম্পাদক পি.এস চুন্নু, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভাসিটি এলমনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকির হোসেন জীবন, হোসেন আরজু, মো: শফিকুল আলম, ড. নিজাম উদ্দিন, সাংবাদিক আবু তারিক, সাদিকুর রহমান মুন, প্রোপাটি কেয়ারটেকারের কবীর হোসেন, মোবারক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সিডনী বহু সংগঠন থাকলেও অষ্ট্রেলিয়ার জাতীয় দিবস উদযাপন করতে অনাগ্রাহী, সে ক্ষেত্রে বিডি হাব আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ধারা সুচনা হওয়ায় কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
    ছবি:  উপস্থিতির একাংশ

    এ অনুষ্ঠান সফল করার পিছনে উল্লেখ্য ভুমিকা রাখেন সংগঠনের সদস্যবৃন্দ যথাক্রমে সফিক শেখ, নীরব, সৈয়দ মিঠু, মোহাম্মদ লুৎফর রহমান টিপু ও শাখায়ত হোসেন সহ অনেকে।  উল্লেখ্য যে, ১৭৮৮ সালে অস্ট্রেলিয়ার নিউ সা্উথ ওয়েলস রাজ্যের পোট জ্যাকশন এ বৃটিশ জাহাজ আসে পরে এখানে প্রথম পতাকা উত্তোলন করে। সেই থেকে এ দিবসটি গুরুত্ব সহকারে পালন করে থাকে। এর মধ্যে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান, দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বরূপ অস্ট্রেলিয়া অব দি ইয়ার, প্যারেড, আতশবাজি অন্যতম। বাংলাদেশী কমিউনিটির সংগঠনটি অদুর ভবিষৎতে আরও ব্যাপক হারে অষ্ট্রেলিয়া ডে উদযাপিত হবে এ আশা প্রত্যাশ সকলের। সবশেষে অতিথিদের জন্য সৌজন্যমূলক বারবিউ এর ব্যবস্থা করা হয়। 

    ছবি: বিডি হাবের সদস্যদের সাথে কাউন্সিলর




    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728