গাজীপুররে সরকারি বিধিনিষেধ অমান্য করে স্কুল পরিচালনার অভিযোগে প্রতিশ্রুতি কিন্ডারগার্টেনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গাজীপুর জেলা নির্বাহী মাজিস্ট্রেট ফারজানা হাবিবার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিজান চালিয়ে, গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের শিমুলতলী নয়াপাড়াস্থ "প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন স্কুলকে" সরকারি বিধিনিষেধ অমান্য করে, স্কুল পরিচালনার অভিযোগে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য করোনা সতর্কতার কারনে সরকারি নির্দেশনা মেনে আশেপাশের সকল স্কুল বন্ধ থাকলেও, ডিসেম্বর ২০২০ থেকে প্রতিশ্রুতি স্কুল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক এবং হাইস্কুল শাখায় কোনরূপ সতর্কতা না মেনেই নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিল, যা কোমলমতি শিশুদের জন্য স্বাস্থ্য ঝুঁকি ও বিপদজনক।
No comments