আজ শুক্রবার দুপুর ১২টায় নারালিন কবর স্থানে সৈয়দ রফিকুল হক সাগরের নামাজে জানাজা
আতিকুর রহমান: সৈয়দ রফিকুল হক যিনি সাগর ভাই নামে পরিচিত ছিল। সাগর ভাই গতকাল ১০টায় সেন্টজর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিওন)। বেশ কয়েক বৎসর আগে হদরোগে আক্রান্ত হবার পর দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। সাগর ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নারালেন কবরস্থানে দুপুর ১২টায়। পরিবারের পক্ষ থেকে সাগর ভাইয়ের নামাজে জানাজা সবাইকে অংশগ্রহন করার এবং বিভিন্ন কারনে যারা যেতে পারবেন না তাদের দোয়া কামনা করেছেন। Narellan Cemetery 6, Richardson Rd, Narellan NSW-2567.
No comments