Header Ads


  • আগামী ১৪ ই এপ্রিল বুধবার থেকে পবিত্র রমজান শুরু হবে

     



    সিডনী সংবাদদাতা: অষ্ট্রেলিয়ার বিভিন্ন ইমাম ও আলেম কর্তৃক সংগঠন মুনসাইটিং অষ্ট্রেলিয়া”  সিদ্ধান্তানুযায়ী সিডনীসহ সমগ্র অষ্ট্রেলিয়াতে পবিত্র রমজান মাসের বাকাঁ চাদঁ পশ্চিমাকাশে উদিত হয়নি। ফলে আগামী ১৪ ই এপ্রিল বুধবার থেকে পবিত্র রমজান শুরু হবে বলে জানান। সাধারনত: সংগঠনটি চাদঁ দেখার ভিত্তিতেই রমজান ও ঈদ এর ঘোষনা দিয়ে থাকে। 

    তবে অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল ইতিমধ্যেই আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে পবিত্র রমজান শুরু হওয়ার ঘোষনা দিয়েছে অর্থাৎ আজ ১২ এপ্রিল থেকে তারাবীহ্ জামাতের মাধ্যমে রমজান শুরু হবে। কিন্তু অষ্ট্রেলিয়ার বিভিন্ন ইমাম ও আলেম কর্তৃক সংগঠন মুনসাইটিং অষ্ট্রেলিয়ার দি ন্যাশনাল হিলাল কমিটি আজ সিডনীসহ অষ্ট্রেলিয়াতে কোথাও চাদঁ দেখা না যাওয়ায় আগামী ১৪ ই এপ্রিল থেকে রমজান শুরুর ঘোষনা দিয়েছে। সিডনীর বৃহত্তর এলাকার অন্যতম বৃহত্তর সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারও আগামী ১৪ এপ্রিল থেকে রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে।  বাংলাদেশী কমিউনিটিও হয়ত: এবার ভিন্ন তারিখ ১৩ অথবা ১৪ এপ্রিল থেকে  রমজান শুরু করবে।  রহমত, মাগফিরাত ও নাজাতের উপহার নিয়ে হাজির হবে মাহে রমজান। সঠিকভাবে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের পাশবিকতা ভস্মীভূত হবে, আর আমরা হয়ে উঠব মানবতার কল্যাণে নিবেদিত পূর্ণ মানুষ। মহানবী (সা.) রজম মাসের শুরু থেকেই রমজানের প্রস্ততিস্বরূপ নিম্নোক্ত দোয়া পাঠ করতেন.“আল্লাহুমা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাজান।” অর্থ: হে আল্লাহ! রজব ও শাবানকে আমাদের জন্য বরকতময় কর এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘ কর। 


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728