Header Ads


  • আজ বুধবার সকাল ১১.১৫ মিনিটে ডা: সাব্বির মনজুর খানের Narellan Cemetery তে জানাজা অনুষ্ঠিত হবে

     



    নিজস্ব সংবাদদাতা: আজ বুধবার ২৬ মে বুধবার সকাল ১১.১৫ মিনিটে ডা: সাব্বির মনজুর খানের সিডনীর Narellan Cemetery (6 Richardson Rd, Narellan NSW) তে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিকটস্থ আত্নীয়-স্বজন  ও বন্ধুমহল। জানাজার পর Narellan কবরস্থানে ডা: মনজুর খানকে দাফন করা হবে। সিডনীর ব্লাইর এথল এ বসবাসরত অত্যন্ত পরিচিত ও সদালাপী মাত্র আটান্ন বৎসর বয়স্ক ডা: সাব্বির দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন এবং গত ২৫ শে মে সকাল সাড়ে এগারটায় ক্যাম্বেলটাউন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ইন্না ইলেইহে রাজেউন) ডা: সাব্বির মনজুর খানের মৃত্যুর খবরে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। 

    প্রভাত পরিবার
    ডা: সাব্বির খানের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকতপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি।

    Dr Sabir Manzoor Khan লেখার কিছু পংক্তি-
    “মাঝে মাঝে হারিয়ে ফেলছি নিজেকে,
    কোথায় তা জানিনা।
    যখন আসছি ফিরে
    তখন বুঝছি,
    ছিলাম না আমি এখানে,
    না সেখানে, এমনকি কোনখানেই না!
    কিন্তু ছিলাম তো কোথাও!
    কোথায় তবে, কোন্ সে ধামে?
    উত্তর খুঁজে না পাই,
    বারে বারে শুধু নিজেকে হারিয়ে
    আবারও নিজেকে হারাই।
    মনে হয় যেন ছেলেবেলার মত
    খেলেই চলেছি লুকোচুরি খেলা।
    খুঁজে ফিরি তারে, নাকি আমারেই
    তা তো জানিনে, তবুও চলেছি খেলে এই খেলা
    আমার সাথে! নাকি আর কারও সাথে
    যে আছে ঐ নিরন্তরের মাঝে!
    এ কি তবে শুধুই খেলা,
    নাকি খেলাচ্ছলে নিজের মাঝে
    নিজেকেই খুঁজে ফেরা?
    পাবো কি তারে খুঁজে আমি কোনদিন!
    খুঁজি আমি যারে আমার মাঝে
    কিংবা অসীম অনন্ত ঐ
    অন্তর্যামী, বসে আছে এই অন্তরের মাঝে!”
    (Collected from facebook of Shahidul Alam Badal)

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728