Header Ads


  • সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্যদের তালিকা প্রকাশ

     

    নতুন ভারপ্রাপ্ত সভাপতি আসলাম মোল্লা (মাঝে), বায়ে নাইম আবদুল্লাহ ও ডানে ডফজলে রাব্বি

    নিজস্ব সংবাদদাতা।। গত ৭ জুন ২০২১ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি গনমাধ্যম সাংবাদিক ও লেখকদের অন্যতম সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল এর নতুন তালিকা প্রকাশ করা হয়। গত ৪ জুন ছিল সংগঠনের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের শেষ সময়। গ  জুন (সোমবারকাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সভায় আবেদনপত্র বাছাই শেষে ৩৭ সদস্য বিশিষ্ট (ফিন্যান্সিয়াল/নন ফিন্যান্সিয়ালসদস্যের তালিকা প্রকাশ করা হয়। সংগঠনের কাউন্সিলের কার্যনিবাহী কমিটির অপর এক সভায় সহ সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লাকে কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

    কাউন্সিলের সদস্যরা হলেন- মোহাম্মেদ আসলাম মোল্লা (বাংলা বার্তা), . রতন লাল কুন্ডু (লেখক), নাইম আবদুল্লাহ (সিডনি প্রতিদিন), মোহাম্মাদ আব্দুল মতিন (বিদেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম), . ফজলে রাব্বি (অজ বুলেটিন), ফয়সাল আহমেদ (বাংলা বার্তা), মোহাম্মদ রেজাউল হক (আপডেট বিডিনিউজ), আকিদুল ইসলাম (বাসভূমি টেলিভিশন), আতিকুর রহমান (প্রভাত ডট কম), মোহাম্মাদ বেলাল হোসেন ঢালী (বিদেশ বাংলা টোয়েন্টিফোর ডট কম), মোহাম্মদ কাজী আব্দুল কাদের (স্বাধীন কন্ঠ), মিজানুর রহমান সুমন (স্বাধীন কন্ঠ) কাজী মোঃ নুরুস সাফা (স্বাধীন কন্ঠ), শ্রাবন্তী কাজী (প্রভাত ফেরী), সোলায়মান দেওয়ান (প্রভাতফেরী), ফয়সাল আজাদ (স্বদেশ বার্তা), মোহাম্মদ আবু হুরায়রা (ইসলামী বার্তা), নামিদ ফারহান (প্রবাস কথা), এস এম দিদার হোসেন (দিনলিপি ডটকম), ডঃ সৈয়দ আজিম চঞ্চল (অজবাংলা নিউজ), মোহাম্মাদ কামরুল ইসলাম (অজবাংলা নিউজ), সুহৃদ সোহান হক (বাসভূমি), মুনা মুস্তফা (অজবাংলা নিউজ), এইচ এম মহসিন (বিএফএ ভয়েস), এইচ এম মাসুম বিল্লাহ (বিজয় কন্ঠ), আতাবুর রহমান (থ্রি সিক্সটি ইভেন্ট সেন্টার), মোহাম্মদ রেজা আজিজুল রশিদ রাসেল (প্রবাস কথা), সঞ্জয় চক্রবর্তি টাবু (গাঙ্গচিল হাইডেফিনেশন টিভি), মোহাম্মদ দেলওয়ার হোসেন সরকার (লেখক স্বদেশবার্তা), মোঃ মাসুদ পারভেজ (গাঙ্গচিল হাইডেফিনেশন টিভি), মিসেস দিলারা জাহান (ব্লগার/বিদেশবাংলাটোয়েন্টিফোর ডট কম), বুলেট তালুকদার শতদল (বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম), মোহাম্মাদ জিয়াউল কবির ( সাম্পান), তাসনিনা জাহান তাম্মি (গাংচিল হাইডেফিনেশন টিভি), মোঃ সাদ্দাম খান (ইয়েস টিভি), মাসহুদা জামান ছবি (গাঙ্গচিল হাইডেফিনেশন টিভি)

    নতুন কার্যকরী কমিটির জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হবে ১৪ জুন এবং শেষ তারিখ ১৮ জুন। আগামী ২০ জুন (রবিবার) দুপুর ১২টায় ইঙ্গেলবার্নের দাওয়াত রেঁস্তোরার হলরুমে সিডনি প্রেস মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

     


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728