সিডনীর অতি সুপরিচিত কৃষিবিদ মো: মোতাহার হোসেন আর নেই।। কমিউনিটিতে শোকের ছায়া।
আতিকুর রহমান ।। সিডনীর অতি সুপরিচিত মো: মোতাহার হোসেন আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে সিডনীর ইংঙ্গেলবার্নস্থ নিজ বাসগৃহে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সংবাদে সিডনীর কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কৃষিবিদ মো. মোতাহার হোসেন PSP (Progressive Supranuclear Palsy or Parkinson Plus) রোগে দীর্ঘদিন যাবত ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বৎসর। সিডনীর কমিউনিটি উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। সততা, নিষ্ঠা আর নিরপেক্ষতার জন্য মোতাহার হোসেনের সবসময় সুনাম ছিল।
ফাইল ফটো: অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনের পরবর্তী ফলাফল ঘোষনা করছেন রিটানিং অফিসার মরহুম মো. মোতাহার হোসেন। |
জনাব মোতাহার হোসেন মৃত্যুকাালে কৃষিবিদ স্ত্রী, পুত্র-কন্যা, জামাই, পুত্রবধু, নাতি-নাতনীসহ অসংখ্য আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ শুভাংখী রেখে গেছেন। আগামী ১৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ১১.৩০ মিনিটে ন্যারালেন (Narellan) কবরস্থানে নামাজে জানাজে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে Narellan কবরস্থানে মোতাহার হোসেনকে শায়িত করা হবে। কোভিড-১৯ এর জন্য সরকারের স্বাস্থ্যনীতি অনুযায়ী জানাজায় মাত্র ১০ জন মুসল্লী অংশগ্রহন করতে পারবেন বলে জানা যায়। কমিউনিটির সকলের সুবিধার্থে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার নামাজে জানাজা সরাসরি জুম এ্যাপসের মাধ্যমে প্রচার এবং দোয়ায় শরীক হওয়ার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক ড. আনিছুল আফছার।
Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/2067720006...
Meeting ID: 206 772 0006 Passcode: 2007
জনাব মোতাহার হোসেনের মৃত্যুতে কমিউনিটির যে শুন্য স্থান হয়েছে তা কখনই পূরন হবে না। প্রভাত ডট কম পরিবারের পক্ষ থেকে জনাব মোতাহার হোসেনের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ তা’য়াল যেন বেহেশত নসীব করুন সে কামনা করছি।
No comments