Header Ads


  • অষ্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত এবং গুরুত্বপূর্ন দিবস উদযাপনের সিদ্ধান্ত

     

    কার্যকরী পরিষদের সভার একাংশ
    আতিকুর রহমান।। অষ্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন গত ১১ অক্টোবর রোজ সোমবার সিডনীর ল্যাকেম্বাস্থ ধানসিড়িঁ রেস্তোরায় কার্যকরি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। মরন ব্যাধি করোনা সিডনীতে ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার পর রাজ্য সরকার লকডাউনের সিদ্ধান্ত নেয়। ফলে কোনরূপ সভা অনুষ্ঠিত না হলেও ভার্চুয়াল জুমের মাধ্যমে সংগঠনের কার্যক্রম নিয়মিত চলে আসছিল। গত ১১ অক্টোবর স্বাস্থ্যনীতি শীথল করলে এ সভার আয়োজন করা হয়।



    সভায়  সভাপত্বি করেন সংগঠনের সভাপতি মোহম্মদ আবদুল মতিন এবং সঞ্চালনার করেন সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ। কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সহ সভাপতি আসলাম মোল্লা কোরআন তেলোয়াত করেন।  

    করেন।  সভাপতি মোহাম্মদ আবদুল মতিন বিগত দিনের বিভিন্ন কার্যক্রম গুলি তুলে ধরেন। সস্প্রতি বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ায় করোনাসহ বিভিন্ন দূর্যোগে সংগঠনের গৃহীত বিভিন্ন ত্রান কার্যক্রমের ভূয়সী প্রসংশা করা হয় এবং সহযোগিতা কারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় বক্তারা আগামীতে আরও ব্যাপক আকারে বিভিন্ন দূর্যোগে মানবিক সহযোগিতার আশা ব্যক্ত করেন। এছাড়াও আগামী দিনে গুরুত্বপূর্ন দিবসগুলি গুরুত্ব সহকারে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। 


    সভায় গৃহীত বিভিন্ন কার্যক্রমগুলির মধ্যে অভিষেক সন্ধ্যা, কমিউনিটির সাথে মত বিনিময়, মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞদের দ্বারা কর্মশালা, জাতীয় ও আন্তজার্তিক দিবসগুলি গুরুত্ব সহকারে পালন অন্যতম। বক্তারা সংগঠনকে শক্তিশালী কাঠামো রূপান্তরিত করার জন্য দৃড়তা  ব্যক্ত করেন এবং এক সাথে কাজ করার অঙ্গীকার করেন। 


    সভায় গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করেন কার্যকরী পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আকিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, যুগ্ন সম্পাদক আতিকুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য আকিদুল ইসলাম, নাইম আবদুল্লাহ ডক্টর রতন কুন্ডু,  সহ সভাপতি ডক্টর তারিকুল ইসলাম, কোষাষধ্যক্ষ দিলারা জাহান,  প্রচার প্রকাশনা সম্পাদক হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাম্মি পারভেজ, মিডিয়া অ্যান্ড কমুনিকেশন সম্পাদক মোহাম্মাদ জিয়াউল কবির, কাউন্সিলের সদস্য এস এম দিদার হোসেন।


    কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস, ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস, ২০শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা 

    দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সবশেষে সংগঠন এবং অত্যন্ত সম্মানীত সদস্যদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার না করার জন্য অনুরোধ করা হয়। সবশেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। 



    বিজ্ঞাপন










    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728