আজ সালাহউজ্জামানের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক ।। সিডনীর সেন্ট মেরিস নিবাসী সালাহউজ্জামান আকস্মিকভাবে ষ্ট্রোক করে মৃত্যূবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন)। জানা গেছে, শারীরিকভাবে অসুস্থ অনুভব করায় নিজে ডাক্তার দেখে ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যূবরণ করেন। মাত্র দুই বছর হলো তিনি সিডনিতে এসেছিলেন৷ তার স্ত্রী ও একটি সন্তান আছে ৷ সন্তানের বয়স মাত্র নয় বছর৷ মরহুম সালাহুজ্জামানের বয়স ছিলো মাত্র চল্লিশের মত৷ জানা গেছে, মরহুম সালাহউজ্জামান কয়েক বছর আগে অষ্ট্রেলিয়াতে এসে আবার দেশে ফিরে যান। মাত্র দুবছর আগে স্ত্রী ও নয় বছরের একটি সন্তানসহ আবার সিডনিতে ফিরে আসেন। সুন্দর একটি জীবন গড়ার পূর্বে চির দিনের মত চলে যেতে হল সালাহউজ্জামানকে।
মরহুম সালাহউদ্দিনের পরিবারের জন্য সহযোগিতা চেয়ে বিভিন্ন সোস্যাল মিডিয়াতে আবেদন করা হয়েছে। যতদূর জানা যায় উনি এদেশের এখনও স্থায়ী অধিবাসী না, যার জন্য অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। ফলে কমিউনিটির প্রতিটি সংগঠন ও সদস্যরা এ অসহায় পরিবারকে সহায়তার আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন। নিম্নের একাউন্টে জমা দেয়ার অনুরোধ করেছে-
Al Barakah Welfare Trust Australia. BSB-062410 A/C No-10593417. Ref: HelpZaman.
No comments