এএমডব্লিউসি ইসলামিক সেন্টারে এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত
শেখ আহমেদ আবদু |
হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর |
এবারে নিউ সাউথ ওয়েলেসে ৬৫,০০০ বেশী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। গত ৭ নভেম্বর সিডনীর অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইসলামিক হলে এবারের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল। দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইলামিক স্কলার, ইমাম, দার ইবনে আব্বাস প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এবং দি কাউন্সিল অফ ইমাম’স নিউ সাউথ ওয়েলসের প্রেসিডেন্ট শেখ আহমেদ আবদু। বিশেষ অতিথি ছিলেন এএমডব্লিউ ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর।
পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ড. আনিছুল আফছার এবং এডুকেশন সম্পাদক গোলাম মোস্তফা। দোয়া অনুষ্ঠানে বক্তারা মুসলিম উম্মা ও এবারের এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এবারের অনুষ্ঠানে সম্পূর্ন স্পন্সর করেছিল জনাব হেদায়েত উল্লা ও জনাব রিজওয়ান।
এবারের পরীক্ষার্থীরার ATAR এর রেজাল্ট প্রকাশিত হতে পারে আগামী বৎসর ২০ জানুয়ারী এবং রেজাল্ট প্রকাশিত হবে ২৪ জানুয়ারী। সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা।
No comments