অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে বৃক্ষ বিতরন প্রদান
নিজস্ব প্রতিবেদন।। গত ১১ ডিসেম্বর শনিবার সকালে সিডনীর ক্যাম্বেলটাউনস্থ অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে নিজস্ব ভবনে সেন্টারের বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন ফুল ও ফলের চারা বিতরনের অনুষ্ঠান করা হয়। কৃষিবিদ ড. এখলাস উদ্দিন বাবু এবং সিডনী থেকে প্রকাশিত বাংলার কন্ঠ ডট কমের যৌথ উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণের আগে দোয়া পরিচালনা করেন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রাক্তন সভাপতি এবং বর্তমান কার্যকরি কমিটির সিনিয়র সদস্য জনাব গোলাম কিবরিয়া।
বৃক্ষ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রভাত ডট কম এর সম্পাদক আতিকুর রহমান, কৃষিবিদ ড. রফিকুল ইসলাম, সমাজ সেবিকা জনাবা মিলি ইসলাম, বাংলা কন্ঠ এর সম্পাদক ও কৃষিবিদ জাকির হোসেন জীবন, ডাক্তার মোহাম্মদ গোলাম সহ অনেকে। উল্লেখ্য যে, ৫ একর বিশিষ্ট নিজস্ব জায়গায় নিয়ে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক এএমডব্লিউসি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত।
ইতিমধ্যেই এ আমের বাগান সহ স্বদেশ ও এ দেশের বিভিন্ন ফুল ও ফল যেমন কাঠাল, আতা, জাম, লিচু, সবেদা, জলপাই, পারসিমন, এভোকাডো রোপন করা হয়েছে যা অতিথিদের মন জুড়ে যাবে। বক্তারা কৃষিবিদ ড. এখলাস উদ্দিন বাবু ও বাংলা কন্ঠের পক্ষ থেকে চারা বিতরন অনুষ্ঠানের ভূয়সী প্রসংশা করেছেন। ভবিষ্যতে আরও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্ববান জানানো হয়।
No comments