Header Ads


  • বিডি হাব কমিউনিটির উদ্যোগে বিজয়ের সূবর্ণ জয়ন্তী জাকঁ জমকভাবে উদযাপিত

     

    নিজস্ব প্রতিবেদক ।। বাঙালী জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবের দিন হল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকার বাংলাদেশের স্থান করার দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখ লাখ শহীদ ও অসংখ্য মা-বোনের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্নসমর্পণের মধ্য দিয়ে চুড়ান্ত বিজয় অর্জিত হয়, সেই হিসেবে বিজয়ের পঞ্চাশ বছর পূর্তির দিন হিসেবে সিডনীর বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে। গত ১৮ ডিসেম্বর শনিবার সিডনীর মিন্টোস্থ অবস্থিত বিডি হাব হলে বাংলাদেশ হাব (বিডি হাব) কমিউনিটির উদ্যোগে মহান বিজয়ের সূবর্ণ  জয়ন্তী দিবস অনাড়স্ব ভাবে উদযাপন করেন।

    সম্মানিত মেয়র মি.  George Briticevic

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সম্মানিত মেয়র মি. George Briticevic. অতিথি হিসেবে ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর মি: Ben Gillhomes এবং অজি ফানল্যান্ড এর প্রতিষ্ঠাতা মি. Brian Laul. সংগঠনের সাধারন সম্পাদক আবদুল খান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  সর্বজনাব ড. সিরাজুল হক, আবুল সরকার, ড. নিজাম উদ্দিন, রহমত উল্লাহ, আবু রেজা আরেফিন, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম, ড. রতন কন্ডু, আশিকুর রহমান, কামাল পাশা, জাহিরুল ইসলাম, শাহাদত হোসেন, ইকবাল ফারুক সহ প্রমুখ। 


    জাহাঙ্গীর আলম ও সাহানা চৌধুরীর সাথে অতিথিরা সঙ্গীত পরিবেশন করেন


    ড. সিরাজুল হক

    বিডি হাবের সভাপতি (মধ্য) ও সাধারন সম্পাদক (ডানে)

    দর্শকদের একাংশ

    দর্শকদের একাংশ

    বক্তরা অর্জিত স্বাধীনতার তাপর্যৎ নতুন প্রজন্মের কাছে পৌছায় দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে শাহানা চৌধুরী, জাহাঙ্গীর আলম সহ অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। নৃত্যাঞ্জলী ড্যান্স একাডেমীর সদস্যরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। সৌজন্য রাত্রের ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। বিপুল সংখ্যক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728