Header Ads


  • সিডনীতে রংধনু এর উদ্যোগে ট্যালেন্ট এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

     


    আতিকুর রহমান ।। সিডনীসহ অষ্ট্রেলিয়াতে প্রতি বৎসর বাংলাদেশী বংশোদ্ভত ছাত্র-ছাত্রীরা বিশেষ সুনাম বয়ে আনছে। স্বদেশের এ সুনাম ধন্য ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে আরও উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বৎসর রংধনু অজ বাংলা কালচারাল সোসাইটি (রংধনু নামেই যা বেশী পরিচিত) ঝাঁকজমক পূর্নভাবে এ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। তবে বিগত ২০১৯ সালের এ্যাওয়ার্ড অনুষ্ঠানটি করোনার জন্য অনুষ্ঠিত হতে পারিনি। তবে করোনার পরিস্থিতি এবং সরকারের নির্ধারিত স্বাস্থ্যনীতি কিছুটা শীতল হওয়ার ফলে রংধনু গত ১৮ ডিসেম্বর শনিবার বাংলা টাউন খ্যাত ল্যাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন

    তেলওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম এ ওহাব মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন Member for Lakemba, Shadow Minister for Emergency Services and Shadow Minister for Energy and Climate Change Mr. Jihad Dib MP, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টাবেরী-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মি. কার্ল সালেহ। স্বাস্থ্যনীতি নিয়মানুযায়ী শুধুমাত্র পুরস্কার প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মিসেস ফারিহা নাজিম উপস্থাপনায় ছিলেন আর সহযোগিতা করেন নুতন প্রজন্মের ফারহান শফিক, আয়ান হক ও রাফসান খন্দকার।

    সিলেক্টিভ, অপরচুনিটি ক্লাস (ওসি). এইচএসসি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য এ বৎসর সর্বমোট ৩৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কিত করা হয়। এছাড়াও সমাজের দু’জনকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। প্রফেশনাল ক্যাটাগরিতে শামীম শামসুজ্জামান এবং রংধনু প্রেসিডেন্ট পুরস্কার ক্যাটাগরিতে মশিউর রহমান বাবুকে পুরস্কার দেয়া। উল্লেখ্য যে, শামীম শামসুজ্জামান র‌্যান্ডউইক সিটি কাউন্সলের প্রফেশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত।



    শামীম শামসুজ্জামানকে কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে  তিনি নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত "Prestigious Louise Petchell Indivisual" পুরস্কার লাভ করেন।




    অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন ফারিহা নাজিম এবং নৃত্য পরিবেশন করেন নাফিউ আহসান অপ্সরা। সংগঠনের সাধারন সম্পাদক লিংকন শফিকুল্লাহ নতুন প্রজন্মকে আরও ব্যাপক ভাবে উৎসাহিত করার জন্য কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং সকলকে ধন্যবাদ জানান।

    এ বছর  এ্যাওয়ার্ড অনুষ্ঠানটির মূল স্পন্সর ছিলেন -Bluesky Property Builders. অন্যান্য স্পন্সরা হলেন-Canterbury Bankstown City Council, Delta Landscapes, Mortgage Hut, Linkers Finance, Hut- Bazar, Top up Plaza (money transfer), Sapid Burgers and Desserts, Aus Printing এবং Kazi & Associates. সার্বিক সহযোগিতার জন্য প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে  সকল স্পনসরদের ধন্যবাদ জানানো হয়।



    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728