বাংলাদেশ কমিউনিটি হাব ( বিডি হাব) সিডনী ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বক্তব্য রাখছেন টেলিঅস এর কর্নধার জাহাঙ্গীর আলম এবং বিডি হাবের কর্মকর্তাবৃন্দ। |
আতিকুর রহমান ।। বাংলাদেশ কমিউনিটি হাব সিডনী (বিডি
হাব নামে পরিচিত) ইতিপূর্বে বেশ কয়েকটি সফল অনুষ্ঠান করার ফলে সাউথ ইষ্ট এলাকায়
বেশ সুপরিচিত। নতুন ও প্রবীনদের বিনোদন সহ বিভিন্ন রকমের খেলাধুলার ব্যবস্থা রাখা
হয়েছে বিডি হাবের ভবনের ভিতরে। এবার প্রথম বারের আয়োজন করা হয়েছিল
দর্শকদের একাংশ |
ক্যারাম টুর্নামেন্ট।
প্রতিযোগিতায় একক ও দ্বৈত মোট আটটি
গ্রুপের ভিতর প্রতিযোগিতা হয়। বিপুল সংখ্যক খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ক্যারামের
পাশাপাশি টেবিল টেনিসসহ অন্য ক্রীড়ারও প্রতিযোগিতা রাখা উচিত বলে অনেকে মনে করেন। প্রথম
বারের মত অনুষ্ঠিত ক্যারাম প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয় বিডি হাবের নিজস্ব ভবনে গত ২৭ শে ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে
পুরস্কার বিতরন করেন
বা থেকে ষ্টেট এমপি, এককে চ্যাম্পিয়ন মাহফুজুর চৌধুরী খসরু ও আবদুল খান রতন |
ম্যাকুয়্যারীফিল্ডস ষ্টেটের এম.পি Mr. Anoulack Chanthivong, ক্যাম্বেলটাউন সিটি
কাউন্সিলের কাউন্সিলর Mr. Darcy Lound এবং কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদসহ অনেকে। অনুষ্ঠানের শুরুত স্বাগতম বক্তব্য রাখেন বিডি
হাবের সভাপতি আবুল সরকার ও সাধারন সম্পাদক আবদুল খান রতন। উপস্থাপনায়
ছিলেন শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, সমাজসেবক, সাংগঠনিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতারা প্রাইম স্পন্সর ছিলেন লিঙ্কার্স গ্রুপ
ও পিআরডি
ন্যাশন ওয়াইড।
নৈশ ভোজের পর দ্বিতীয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের
No comments