এএমডব্লিওসি হাফিযিয়্যাহ মাদ্রাসার ওপেনিং ডে অনুষ্ঠিত। ক্লাস শুরু ৮ মার্চ।।
আতিকুর রহমান।। অষ্ট্রেলিয়ায় বাংলাদেশী তরুন-তরুনীরা সাধারন পড়াশুনার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কেহ কেহ হাফেজও হচ্ছে। ভবিষ্যতে আরও হাফেজ তৈরী করার লক্ষ্যে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তত্বাবধানে এএমডব্লিও হাফিযিয়্যাহ মাদ্রাসা শুরু হয়েছে। কোর্সটির নাম হচ্ছে Hifdhul Qur'an Course বা হিফযুল কুরআন। এএমডব্লিওসি হিফযিয়্যাহ মাদ্রাসাতে ইতিমধ্যেই ছাত্র
ভর্তি প্রক্রিয়ার অংশ বিশেষ |
ভর্তি শুরু করেছে। ব্যাপক সাড়াও পাওয়া গেছে বলে জানিয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। গত রবিবার মাদ্রাসার ওপেনিং ডে ছিল। ভর্তি ইচ্ছুক ছাত্রদের অভিভাবকরা বিভিন্ন ও প্রয়োজনীয় তথ্য জেনে নিন এবং পরে মাদ্রাসায় ভর্তি করান। সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করেন এএমডব্লিওসি ইসলামিক সেন্টারের পেশ ইমাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবদুল
|
বা থেকে হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ |
মাদ্রাসার ক্লাশ শুরু হবে আগামী ৮ মার্চ ২০২২ রবিবার। সাধারন ছাত্রদের সুবিধার বিবেচনায় মাদ্রাসায় দু’টি সেশনে ক্লাশ চালু করা হয়েছে। উইক ডে সেশন মঙ্গলবার থেকে শুক্রবার বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত এবং উইকেন্ড সেশন শনিবার ও রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাশ হবে। স্কুলের প্রিন্সিপাল জানান যে, এ বৎসর শুধুমাত্র ছাত্রদের ভর্তি করা হবে। তবে ভবিষ্যতে অভিজ্ঞ মহিলা হাফেজার মাধ্যমে ছাত্রীদেরও ভর্তি করা হবে। ছাত্রদের যে কোন বয়সে এবং যে কোন লেবেল থেকে শুরু
অভিভাবক ও ছাত্রদের একাংশ |
করতে পারবে। অর্থাৎ কোন ছাত্র কোরআন শরীফ না পড়তে পারলেও ইচ্ছা করলে নাজরাতুল কোরআন (Beginner) থেকে শুরু করতে পারবে। কোর্সটি হবে ইনসেনটিভ কোর্স যা অতি দ্রুত সময়ে কোরআনে হাফেজ হতে পারবে বলে আশা করছি। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর 0450425046, ও গোলাম মোস্তফা 0401139110, ড. আনিছুল আফছার 0402398419 ও সাদিকুর খান মুন 0415352082। এখানে উল্লেখ্য যে, অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার
সেন্টার শুধুমাত্র উইকেন্ডে সানডে মাদ্রাসা ইতিমধ্যেই চালু রয়েছে। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতি রবিবার সকাল ৯টা থেকে ১১.৩০ টা পর্যন্ত সানডে মাদ্রাসার ক্লাশ হয়। পাচঁ একর বিশিষ্ট নিজস্ব জমিতে নির্মিত ভবনে মাদ্রাসার ক্লাশ হয়ে থাকে। এএমডব্লিওসি কমিউনিটির বিভিন্ন ইসলামিক কার্যক্রম দীর্ঘদিন দক্ষতার সম্পন্ন করে আসছে। বিশেষ করে মাসিক ইসলামিক প্রোগ্রাম, মহিলাদের ইসলামী শিক্ষা কোর্স, বয়স্কদের আরবী শিক্ষার ব্যবস্থা, নবীন ছাত্রদের জন্য মাসিক প্রোগ্রাম, দু’ ঈদের জামাত, তারাবীহ্, সহীহ কোরবানীর ব্যবস্থা, বিভিন্ন দূযোর্গ সময়ে সহায়তা, হাসপাতালে হুইল চেয়ার সহ বিভিন্ন
কার্যক্রম অন্যতম। ভবিষ্যতে আরও কমিউনিটির উন্নয়নে কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর খান মুন।
বিজ্ঞাপন |
No comments