![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg1TFtbEGXDgiGDzHQ43VJ_PyXf_0tJS_0NeMEbcHZV6Ag8icxJIch_pSH6j27miZ6_9bQG5-M4XSSaN5vh_KWNb0r1VasjAbd8FeYOsCp9AM9VIYN-6ouVncIBZHTlTKg-0HadRDcC7M5F4h9buTVEWaCGDWWOAviR3Fq_zufgu15U5LsfKIxT2p7cuw=w640-h160) |
ফাইল ফটো |
আতিকুর রহমান।। অষ্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম সংগঠন কৃষিবিদ অষ্ট্রেলিয়ার নির্বাচন বেশ জমে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারী
সিডনীর কোগরাস্থ Kograh School of Arts এ কৃষিবিদ অষ্ট্রেলিয়ার এজিএম ও সাধারন নির্বাচন
অনুষ্ঠিত হবে। এজিএম শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। সকাল ১১.২০ টা
হতে দুপুর ২.২০ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র বৈধ ভোটাররাই ভোট
প্রদান করতে পারবে। রিটার্নি অফিসারের দায়িত্ব পালন করছেন ড. আনোয়ারুল ইসলাম বক্শী। বাংলাদেশের স্বনাম ধন্য
কৃষি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে কৃষিবিদ অষ্ট্রেলিয়া
প্রতিষ্ঠিত হয়েছে।
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjXVR1b_5-e6E--N71HX3ClVfa1GVSUYQR_xuMUBAn-kPf0ynCAnHf_3iC8NoF5O6esp4yVnIXZBulaMfA5j2B5rfDp_wX0OcEQ8G03BLBzEt4425pdRvQwItxbpR4GW6xus1WkF88CaXGhjYfzmSFzA3GBNLHAHdnQx2Bu_5Tz2PrQhwB9YLZjTHVzWg=w165-h165) |
মনোয়ার হোসেন |
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiTBBG7FiRaHr1ZokfbhXiM02Us0ovSvoR84yY8Z3F6wljVfQyDc0Tx664plzkjT8DdJMQWCKrc9nO-RBRrbFNuB1yyYI8afj_rTINY295j_wRInutwkrNZ5ZPbSfDk9HsF7c3im2Mw0iOaWtu5qxJT1I6IMuGVt1zWWr8xjtBzXfk-hV7DzLdotYFXJQ=w145-h172) |
জাহেরুল ইসলাম |
সিডনীসহ সারা অষ্ট্রেলিয়াতে অসংখ্য কৃষিবিদ হলেও এখনও সংগঠনের সদস্য
সংখ্যা বৃদ্ধি করতে পারেনি। আগামীতে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার মনোভাব
নিয়ে এবারের নির্বাচনে দু’টি দল প্রতিদ্বন্দ্বীতা করছে। মনোয়ার-জাহেরুল এবং পারভেজ-সিরাজুল
পরিষদ নির্বাচনে অংশগ্রহন করছে। ইতিমধ্যেই মনোয়ার-জাহেরুল পরিষদ নির্বাচনী ইস্তেহার
প্রকাশ করেছে। ইস্তেহারে অষ্ট্রেলিয়াতে বসবাসরত কৃষিবিদদের মধ্যে আরও বন্ধুত্ব, সৌর্হাদ্য,
একে অপরের সহযোগিতা, কৃষিবিদ ইনন্সিটিউশন অষ্ট্রেলিয়া-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ও এসএইউ এলামনাই এর মধ্যে সম্বনয় সাধন, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, সংগঠনের অনলাইন
ও সোস্যাল মিডিয়াকে আরও শক্তিশালী এবং কৃষিবিদ
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন উন্নয়ন
মূলক কর্মসূচীর তালিকা প্রকাশ করেছে যা ভোটারসহ সাধারন কৃষিবিদদের ইতিমধ্যেই আকৃষ্ট
করেছে। কৃষিবিদ অষ্ট্রেলিয়ার বর্তমান কোষাক্ষ্য ও
সাধারন সম্পাদক পদপ্রার্থী জাহেরুল ইসলাম এ প্রতিবেদক বলেন, আগামী নির্বাচনে
জয়লাভ করতে পারলে অষ্ট্রেলিয়াতে এ সংগঠনের গতিশীলতা এবং সর্বজনীন করতে নিরলস ভাবে কাজ
করে যাব। আগামীতে যাতে সব কৃষিবিদরা একটি পরিবারের সদস্য হয়ে উন্নয়নমূলক কাজ করতে পারে।
আগামী ১২ ফেব্রুয়ারী মনোয়ার-জাহেরুল পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। মনোয়ার-জাহেরুল
পরিষদ-সভাপতি-মো: মনোয়ার হোসেন, সহসভাপতি-জিয়াউল হক বাবলু, সাধারন সম্পাদক-জাহেরুল
ইসলাম, কোষাক্ষ্য-ড. এম এ কাশেম, যুগ্ন সম্পাদক-এম হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক-ড.
মোজাফ্ফর হোসেন মির্জা, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক-কেএইচ মালিক সফি, প্রচার
সম্পাদক-আশরাফ উদ্দিন, সদস্যবৃ্ন্দ-ড. মাকসুদুল বারী, মো. আবদুল ওয়াহাব, পরমেশ ভট্রাচার্য,
এবিএম শামুজ্জামান, আবুল হোসেন সরকার, ডা: লাভলী রহমান, আবদুল মোতালেব। আগামী নির্বাচনে
যারাই জয়লাভ করুক না কেন কৃষিবিদদের উন্নয়নে কাজ করার দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন জাহেরুল ইসলাম। পারভেজ-সিরাজুল পরিষদের সভাপতি ড.মোহাম্মদ মাসুদ পারভেজ, সহসভাপতি হাফিজ রহমান, সাধারন সম্পাদক এস সিরাজুল ইসলাম সহ ১৪ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।
No comments