ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়
আতিকুর রহমান ।। গত বৎসরের শেষের দিকে সিডনীর ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। কোভিডের কারনে নির্বাচন পূর্বে অনুষ্ঠিত হয়নি। এবারের নির্বাচনে চমক ছিল উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভত প্রার্থীদের অংশগ্রহন। এর ফলে বাংলাদেশীদের নজর ছিল এ সিটি কাউন্সিলের দিকে। নির্বাচনে দু’জন বাংলাদেশী জয়লাভ করেন। লেবার পার্টি থেকে মাসুদ চৌধুরী এবং স্বতন্ত্র থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ। নির্বাচনে ১৫ জন কাউন্সিলরের মধ্যে ৭জন লেবার পার্টি থেকে জয়লাভ করেন। স্বতন্ত্রদের নিয়ে লিবারেল দল সিটি কাউন্সিলের ক্ষমতা নেন এবং মেয়র নির্বাচিত হন লিবারেল দলের মি. জর্জ গ্রেইস। বাংলাদেশী অধিবাসী খ্যাত এলাকা ক্যাম্বেলটাউন সিটি
ক্রেষ্ট গ্রহন করছেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নতুন মেয়র Cr George Greiss |
বক্তব্য রাখছেন ক্যাম্বেলটাউন এলাকার লেবার দলের নেতা কাউন্সিলর Mr. Darcy Lound |
আবদুল হাদি তানভির। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মেয়র মি/ জর্জ গ্রেইস, কাউন্সিলর মি. ডারসি লাউনড, কাউন্সিলর জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ ও কাউন্সিলর জনাব মাসুদ চৌধুরীকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়। অনেক কাউন্সিলর বৃন্দ বিভিন্ন অসুবিধার জন্য অনুষ্ঠানে আসতে পারিনি।
ক্রেষ্ট গ্রহন করছেন লেবার থেকে নির্বাচিত কাউন্সিলর মাসুদ চৌধুরী |
কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ কমিউনিটির গন্যমান্য
কোরআন তেলওয়াত করছেন পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর |
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সম্মানিত অতিথিদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।
No comments