পবিত্র রমজানে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করলেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবার ধর্মপুর সমাজ কল্যান পরিষদ
নিজস্ব প্রতিবেদক ।। রমজান পবিত্র মাস। এ মাসে বাংলাদেশের বিভিন্ন সংগঠন অসহায় দরিদ্র মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকে। গত ১৫ এপ্রিল শুক্রবার ব্রাক্ষনবাডিয়ার কসবাস্থ ধর্মপুর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এলাকার অসহায় পরিবারকে ধর্মপুর বায়তুল আমান জামে মসজিদের সম্মুখে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী পালন করা হয়। প্রায় একশ’ অসহায় পরিবারকে খাদ্য বিতরনী করা হয়। এ সময় গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সংগঠনের কর্মকর্তাবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরনী কর্মসূচী যা ইতিমধ্যেই এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। উল্লেখ্য যে, ধর্মপুর সমাজ কল্যান পরিষদ ইতিপূর্বে বিভিন্ন সময়ে অসহায় পরিবারদের নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের
সহায়তার হাত বাড়িয়েছেন। ব্রাক্ষনবাড়িয়ার কসবাস্থ ধর্মপুর গ্রামের প্রবাসী অধিবাসীরা ২০২০ সালে “ধর্মপুর সমাজ কল্যাণ পরিষদ” গঠন করে। যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের অর্থায়নে এলাকার অসহায়দের পাশে দাড়াঁনো। যা ইতিমধ্যেই লক্ষ্য পৌছাঁতে সক্ষম এবং প্রশংসিত হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী কৃষিবিদ ও বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় এল্যামনাই এর প্রাক্তন সাধারন সম্পাদক জাকির হোসেন জিবনকে সভাপতি এবং সৌদি প্রবাসী মনির হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিকে সহায়তা করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা।
No comments