এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের ফান্ড রেইজিং বার্গার নাইট অনুষ্ঠিত
আতিকুর রহমান ।। আজ ২৩ শে এপ্রিল শনিবার অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নিজস্ব ভবনে ফান্ড রেইজিং বার্গার নাইট অনুষ্ঠিত হয়ে গেল। পূর্ব নির্ধারিত সন্ধ্যা থেকেই এ প্রজন্মের তরুনরা অপেক্ষা করছিল প্রিয় খাবারের জন্য। ক্যামেল বার্গার এ প্রজন্মের কাছে খুবই প্রিয়। অনেকেই এ
খাবারের জন্য সিডনীর ল্যাকেম্বাতে রমজান নাইটে ছুটে যায়। তারাবিহ নামাজের প্রথম বিরতির পরই ক্যামেল ও চিকেন বার্গার বানানো শুরু হয় এবং লম্বা লাইন দিয়ে শিশু, তরুন ও অভিভাবকরা বার্গার সংগ্রহ হয়। তারাবিহ নামাজ শেষে আরেক পর্বে মুসল্লিরা এ বার্গার সংগ্রহ করে। বাংলাদেশী পাশাপাশি
অন্য দেশের মুসল্লীরাও পরিবার সহ বার্গার ক্রয় করে। নরম বান আর সুস্বাধু সস দিয়ে বানানো বার্গার অতি স্বল্প সময়ে শেষ হয়ে যায়। পরে পাশ্ববর্তী সপ থেকে আরও বান সংগ্রহ করতে হয়। এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে, এ উন্নয়নে সহায়তা করা লক্ষ্যে গত শুক্রবার ও
সেন্টারে লাইফ মেম্বার তাইমুর কামাল রনি ও মোহাম্মদ জাহিদ হোসেন সোহেলের নেতৃত্বে এ বার্গার নাইট সাফল্যভাবে সমাপ্ত হয়। বার্গার নাইটে পরে এ প্রতিবেদককে রনি বলেন যে, ইসলামিক সেন্টারের
উন্নয়নের জন্য কিছু অর্থ রেইজিং করতে পেরে খুবই গর্বিত এবং সকল স্বেচ্ছাসেবক যারা পরিশ্রম করে সফলতা করছে , সম্মানিত ক্রেতাবৃন্দ ও সেন্টারের কর্মকর্তাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। আগামীতেও এ ধরনের বার্গার নাইট করার আশা ব্যক্ত করেন।
No comments