মরহুম বোরহান উদ্দিনের নামাজে জানাজা আজ ২৯ শে এপ্রিল রুটি হিলস মসজিদে ১.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
গত ২১ শে এপ্রিল ২০২২ সিডনীর সেন্টানিয়াল পার্ক থেকে পুলিশ একজন বাংলাদেশীর লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ বোরহান উদ্দিন। মেধাবী ছাত্র বোরহান উদ্দিন ঢাকাস্থ খিলগাওঁ গভ: হাই স্কুল ও পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে পড়াশুনা শেষ করে নতুন জীবনের প্রত্যাশায় অষ্ট্রেলিয়ায় আসেন। মেলবোর্নি একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রিও শেষ করেন। মরহুম বোরহান উদ্দিনের অকাল মৃত্যুতে সিডনীতে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও এক সন্তান সহ অনেক বন্ধু-বান্ধব সহ শুভাংখী রেখে গেছেন।
বোরহান উদ্দিনের নামাজে জানাজা আজ ২৯ শে এপ্রিল রুটি হিলস মসজিদে (Rooty Hills Masjid, 33 Headcorn St, Mount Druitt)) ১.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জানাজার পর দুপুর ২.৩০ মিনিটে সিডনীর কেমস ক্রিক কবর স্থানে বোরহান উদ্দিনের লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন বন্ধু তৌহিদ খান এবং পাশাপাশি দোয়ার করার আহ্বান জানান। মরহুম বোরহানির আত্নার শান্তি কামনা করছি এবং শোকতপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
No comments