Header Ads


  • আগামী ১ লা মে রবিবার বিডি হাবের চাদঁ রাত মেলার ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে

     


    ফাইল ফটো

     আতিকুর রহমান ।। শত সংযম আর দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বহু প্রতীক্ষিত ঈদ আসে মুসলমানদের দ্বারে। 'ঈদশব্দটার মধ্যেই ছড়িয়ে আছে খুশির আমেজ। ঈদ হলো ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মেলবন্ধন। ঈদ হলো হাসি-খুশি, আনন্দ আর নতুন পোশাকে একে অপরের পারস্পারিক আলিঙ্গনে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া। স্বদেশে নতুন পোশাকের জন্য ঈদের আগের রাত পর্যন্ত কেনা কাটা নিয়ে ব্যস্ত থাকতো। প্রবাসে বসেও সেই আনন্দ ধরে রাখতে ক্রেতাদের কেনা-কাটা সুবিধার কথা বিবেচনা করে আয়োজন করা হয়েছে ”চাদঁ রাত মেলা”। চাদঁ রাত মেলার আয়োজন করেছে সাউথ ওয়েষ্ট এলাকার ক্যাম্বেলটাউন এলাকার বহুল পরিচিত সংগঠন বাংলাদেশ কমিউনিটি হাব সিডনী যা বিডি হাব নামে পরিচিত। আগামী ১ মে রবিবার এ মেলার আয়োজন করা হয়েছে। সিডনীর মিন্টোস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে মেলাটি হবে। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত্র ১০ টা পর্যন্ত। এবারের মেলাতে একশ’ এর বেশী বিভিন্ন ধরনের ষ্টল থাকার কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি আবুল সরকার ও সাধারন সম্পাদক আবদুল খান রতন। বিভিন্ন রকমের পোশাক, অলংকারসহ থাকবে দেশীয়সহ রকমারী খাবারের ষ্টল। বাংলাদেশের নামকরা পোশাক প্রস্ততকারি আড়ং, কে ক্রাফট, অঞ্জন’স  সহ বহুল পরিচিত বুটিক এর সামগ্রী নিয়ে বিক্রেতারা আসবে মেলায়। আর বিশেষ আকর্ষন থাকবে ছোটদের ফেস পেন্টিং সহ বিনোদনের বিভিন্ন অনুষ্ঠান। Minto Sports Centre (9 Redfern Rd, Minto) টি অনেক বিশাল হওয়াতে আগত অতিথিরা নির্বিঘ্নে ও আরামে পছন্দনীয় জিনিস গুলি ক্রয় করতে পারবে। সেন্টারের পার্কি এ রয়েছে অনেক গাড়ীর রাখার সুবিধা। কোন ধরনের ফি দিতে হবে না। গত বারের মত এবারও মেলাটি অনেক আকর্ষনীয় হবে বলে আয়োজকরা জানান।

     


     

     

     

     



    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728