সিডনীর মিন্টো করোনেশন পার্কে নেটবল কোর্টে বাংলাদেশী কমিউনিটির পবিত্র ঈদুল ফিতরের অন্যতম বৃহত্তর জামাত অনুষ্ঠিত
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর |
ডেস্ক রির্পোট ।। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কারনে সারা বিশ্বে মুসলিমরা এবার পূর্বের মত ঈদের আমেজটা হাতছাড়া করেননি। বিগত বৎসরগুলিতে করোনার কঠোর বিধি-নিষেধ থাকায় পবিত্র ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি।
জামাতের একাংশ |
জামাতের একাংশ |
জামাতে মহিলার অংশগ্রহনের একাংশ |
জামাতের একাংশ |
উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ খোলা ময়দান ও হলে আদায় করেন। এবারও গত ২ মে সোমবার ও ৩ মে মঙ্গঁলবার সিডনীর বিভিন্ন প্রান্তে খোলা ময়দান, মসজিদ ও হল রুমে বাংলাদেশী মুসল্লীরা ঈদের জামাত আদায় করেন। গত ৩ মে মঙ্গলবার সাউথ ওয়েষ্ট এলাকার ক্যাম্বেলটাউনস্থ মিন্টো করোনেশন পার্ক নেকবল কোর্টে সিডনীর বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়োজন করেছে সিডনীর অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। সকাল থেকেই মুসল্লীরা বৃহত্তর ক্যাম্বেলটাউন ও এর আশে পাশের এলাকা থেকে খোলা ময়দানে আয়োজিত জামাতে জড়ো হতে থাকে।
নির্ধারিত সময়ের আগেই নির্দিষ্ট স্থান পরিপূর্ন হয়ে যায়। নিজ নিজ জায়নামাজ আনার ফলে জামাত আদায় করতে অসুবিধা হয়নি। সিডনীর ম্যাকুয়ারি ফিল্ডস এলাকার ষ্টেট এম.পি Mr Anoulack CHANTHIVONG, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও
সাধারন সম্পাদক বায়ে ও ডানে সভাপতি |
লেবার পার্টির নেতা Cr Darcy Lound, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র Cr George Greiss এর প্রতিনিধি বাংলাদেশী বংশোদ্ভত কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও কাউন্সিলর মাসুদ চৌধুরী অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তরা মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে আরও সুন্দর জামাতের শুভ কামনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক সাদিকুর রহমান খান মুন। জামাতের ইমামতি করেন এএমডব্লিউসি ইসলাম সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভির।
মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। জামাতের পরে একে অপরের সাথে কোলাকুলি করেন। পার্কিং এর বিশেষ সুবিধার জন্য এ ভ্যানুটি সকল মুসল্লীরা আগামীতেও এ ময়দানে জামাতের আশা করেন।
সম্পাদনায়: আতিকুর রহমান
No comments