Header Ads


  • আজ রবিবার সকাল ১১ টায় Narellan কবরস্থানে মরহুম মোহাম্মদ নাসিম আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে


    আতিকুর রহমান।। সিডনীর কমিউনিটিতে আবারো শোকের ছায়ায় আবর্ত। একেকটি মৃত্যু  সমগ্র কমিউনিটির ভিতর যেন শূন্যতা বয়ে আনে, এ শুন্য স্থান পূরন কখনও করার মত নয়। গত শনিবার ৭ মে সকালে লিভারপুল হাসপাতালে সিডনীর বহুল পরিচিত ম্যাকুয়ারী  ফিল্ডসের অধিবাসী আলহাজ্জ মোহাম্মদ নাসিম উদ্দিন আহমেদ মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। স্বল্পভাষী ও অমায়িক তিনি সবার নিকটই স্নেহের ছিলেন। রাজনৈতিক ভাবে বি.এন.পি করলেও সবার সাথে ছিল সুসর্ম্পক। ফলে নাসিমের মৃত্যুতে সকলেই শোক বার্তা প্রেরন করেছে। মরহুম নাসিম উদ্দিন আহমদের নামাজে জানাজা আজ রবিবার ৮ মে সকাল ১১টায় সিডনীর Narellan (6 Richardson Road, Narellan, NSW 2567) কবরস্থানে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজার পরে ন্যারিল্যান কবরস্থানেই চির দিনের জন্য দাফন করা হবে মরহুম নাসিম আহমেদকে।

    মরহুম মোহাম্মদ নাসিম উদ্দিন আহমেদ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী কমিটি অস্ট্রেলিয়া মহাদেশের সাবেক যুগ্ম আহ্ববায়ক ও জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ছিলেন। অস্ট্রেলিয়া প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি সিডনির ম্যাকুরিফিল্ডে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।
    মরহুম নাসিম আহমেদের নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মরহুমের আত্মীয় আশরাফুল হক। বিস্তারিত তথ্যের জন্য 0433181159 নম্বরে যোগাযোগ করা যাবে।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728