Header Ads


  • আগামী ৮ অক্টোবর শনিবার সিডনীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বৎসর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা হবে

     

    আতিকুর রহমান ।। বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের ৫০ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে সিডনীসহ সমগ্র অষ্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এক জাকঁজমক অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলা হবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের। গত ৩১ শে জুলাই রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ায় বসবাসরত  প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বর্ষপূর্তি অনুষ্ঠান প্রস্তুতি সভা হয়। সভায় বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত আলোচনা শেষে বিভিন্ন দিকের তত্বাবধানের জন্য বিভিন্ন  কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে অনুষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনার সার্বিক দায়িত্ব প্রদান করা হয়েছে মিসেস খালেদা কায়ছার মিনি (Mob: 0403 434 169), মাহফুজুল চৌধুরী খসরু (Mob: 0410 316 449) এবং সাবিনা ইয়াসমিন বেবি (Mob: 0466 201 374)। মিলনমেলা এবং ৫০ বৎসর পূর্তি উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর রোজ শনিবার ২০২২ ইং। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থাও রাখা হবে। অনুষ্ঠানটি হবে Chullora Liberty Hill Christian Centre, 2a Brunker Road, Chullora NSW 2190 অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটি থেকে রাত ১০.০০ পর্যন্ত। অনুষ্ঠানের বিস্তারিত দেয়া হল: 

    অনুষ্ঠান অংশগ্রহনের চাঁদা : $40 (single) - $75 (couple) - $100 ( Family with any number of kids) চাঁদা পাঠাতে হবে ২৫ শে সেপ্টেম্বর এর মধ্যে নীচের এ্যকাউন্টে:  Account Name: Saif Sakander. BSB: 062-340 AC No: 1080-3917. Ref: নিজের নাম ব্যাচ সাবজেক্ট। 

    চাঁদা পাঠাবার পর অনুগ্রহ করে Khaleda Kaiser (mob: 0403434169), Mahfujul Chowdury (mob: 0410316449), Sabina Yasmin ( mob: 0466201374) যে কোন একজনকে মেসেজ পাঠিয়ে ফ্যামিলিতে কতজন এবং বাচ্চাদের বয়সটা জানিয়ে দিলে খাবার ব্যবস্থা করতে সুবিধা হবে। 



    এবারের মিলনমেলার শ্লোগানঃ 

    সৃজনে স্বজনে মননে আমরা

    জাবি মিলন মেলা অনুষ্ঠানের উদ্দেশ্যে জেনারেল ব্যাংক অ্যাকাউন্ট দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত: Neamul Sharif রিপন, Saif Sakander রাফেল, Tahmina বিনা, Rashidul Mubasher মিকন।

      সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটি: Shaheen Shahnewaz, Russell Iqbal, Rajan Nandi, Lunia Sumon, Umashankar Barua Bono, Rosline Tuli, Chaman Baset, Zawad Hassan, Salahuddin Shiplu

    পাবলিসিটি এবং যোগাযোগ কমিটি: Sabina Yasmin (Mob: 0466 201 374), Liton Baul (Mob: 0424 661 944), Rashidul Mikon (Mob: 0423 376 617)

    রিসেপশন আর আমন্ত্রণ কমিটি: Khaleda Kaiser, Mahfujul Chowdury Khasru, Sabina Yasmin Baby, Lutful Kabir, Zakir Alam, Liton Baul

    রেজিস্ট্রেশন এবং ভেন্যু সেটআপ কমিটি: Khaleda Kaiser, Sabina Yasmin,  Bijoy Bhowmick  (name badge), Tahmina Bina, Shuravi Chhanda, Bithi Hossain, Nazma Begum Nisha, Kamal Pasha, Sarder Zobayer, Nusrat Joty, Sazzadul Hoque, Mehbub Rana Hillol, Rownak Hasan

    ডেকোরেশন কমিটি: Russell Iqbal, Prottasha Iqbal

      খাদ্য ব্যবস্থাপনা কমিটি: Mahfujul Chowdury Khasru, Neamul Sharif, Saif Sakander, Akm Foyez Ahammed

      বাচ্চাদের কার্যক্রম/গিফ্ট কমিটি: Motia Parvin, Tahmina Bina, Bithi Hossain, Meerova Shirmin

    ফার্স্ট এইড কমিটি: Kamal Pasha, Mahbuba Yousuf

    . Hall Selection কমিটিShaheen Shahnewaz, Zakir Alam, Liton Baul

    # Melbourne City প্রতিনিধিMesbah Dipto (Mob: 0403 330 850)

    # Canberra City প্রতিনিধিSyful Islam Sohel (Mob: 0401 205 724) Nadimul Haque Mandal (Mob: 0469 594 539)

    # Adelaide City প্রতিনিধিMahbub Siraz Tuhin (Mob: 0422 455 704)

    # Brisbane City প্রতিনিধিMujibul Anam (Mob: 0432 303 316), Emtiaz Ahmed (Mob: 0449 649 218)।

    ছবি: ফাইল ফটো

    অস্ট্রেলিয়ায় জাহাঙ্গীরনগর পরিবারের সদস্যদের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা এবং সম্পন্ন করার অগ্রিম শুভেচ্ছা রইলো।








    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728