Header Ads


  • মাহফুজুর রহমান সুমন আর আমাদের মাঝে নেই। আজ শুক্রবার জানাজা অনুষ্ঠিত হবে



    আতিকুর রহমান: সিডনীর মিন্টোস্থ ইঙ্গেল রোডের অধিবাসী সবার প্রিয়মুখ মাহফুজুর রহমান সুমন গতকাল ১০ নভেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যায় ক্যামডেন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অত্যন্ত সজ্জন অমায়িক মরহুম মাহফুজুর রহমান দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। 

    মরহুম ফাহফুজুর রহমান সুমনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ ১১ নভেম্বর শুক্রবার সিডনীর ল্যাকেম্বার বড় মসজিদ (65-67 Wangee Rd, Lakemba NSW 2195)  জুম্মার নামাজের পর। মরহুম মাহফুজুর রহমানের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে Narellan Cemetery (6 Richardson Rd, Narellan NSW 2567) দুপুর .৪৫ মিনিটে (পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী) জানাজার পর মরহুমের লাশ ন্যারালান কবর স্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুর সংবাদে সিডনীর বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মিন্টোস্থ মসজিদ সহ বিভিন্ন এলাকায় পরিচিত মুখ মরহুম সুমনকে আর দেখা যাবে না। তবে মায়ামুখটি সবার হৃদয়ে থাকবে দীর্ঘদিন। প্রভাত পরিবারের পক্ষ থেকে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি মাগফিরাত কামনা করছি।

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728