সিডনীতে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে বাংলাদেশীদের অন্যতম বৃহত্তম ইফতার অনুষ্ঠিত
উপস্থিত মুসল্লিদের একাংশ |
আতিকুর রহমান।। গত ২রা এপ্রিল সিডনীর অন্যতম বাংলাদেশীদের বৃহৎ সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। সাউথ ওয়েষ্ট বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকাস্থ মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় সিডনীর বাংলাদেশীদের বৃহত্তম এই ইফতার পার্টি। দু’হাজার বিশিষ্ট হলে বিকাল থেকেই কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় যা আয়োজকদেরকে হতবাক করে দেয়।
সাউথ ওয়েষ্ট বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকাটি বর্তমানে বাংলাদেশীদের বৃহৎ অংশ বসবাস করেন। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বর্তমানে পনের শ’ এর মত আর্থিক সংগঠন যার ফলে এটি সিডনীর বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠনে পরিনত হয়। ইফতার মাহফিলটি আয়োজন করতে সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবক সদস্যরা মধ্যরাত্র ও সকালে পরিশ্রম করে খাবার তৈরী করেন। প্রধান রান্নার দায়িত্ব পালন করেন আসাদ চৌধুরী সেলিম, রান্না ও ইফতার তৈরীতে সহযোগিতা করেন আবুল হাশেম মৃধা, জাকারিয়া,মোখতার হোসেন, জসিম, স্বপন, মাহফুজুল চৌধুরী খসরু, ড. বোরহান উদ্দিন, আবদুল মতিন পপলু, মোরশেদুল ইসলাম আপেল, আলমগীর হোসেন, আপ্যায়ন সম্পাদক সফিউর রহমান, নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইকবাল জুয়েল, সংগঠনের কমিটির কর্মকর্তাসহ ব্যাপক সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক সাদিকুর খান মুন।
কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ |
কোরআন তেলওয়ান ও বয়ান করেন এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভির। ইফতারে আগত অতিথিবৃন্দ ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও মাসুদ চৌধুরী, কাউন্সিলর ও লেবার পার্টির দলনেতা Cr Darcy Lound ও Karen Hunt এবং ষ্ট্রেট এমপি (ম্যাকুয়ারী ফিল্ডস) Anoulack Chanthivong. সভাপতি ড. আনিছুল আফছার তার বক্তব্যে ক্যাম্বেলটাউন এলাকায় বাংলাদেশী মুসলিমদের ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে ধর্মীয় আনুষ্ঠিকতার জন্য সিটি কাউন্সিলের পর্যাপ্ত না থাকার ফলে এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের উপরই নির্ভর করতে হয়। কিন্তু কাউন্সিলের বিভিন্ন কঠিন নিয়মে সংগঠনের ধর্মীয় কার্যগুলি সম্পাদনে বাধা প্রাপ্ত হচ্ছে। কাউন্সিলর ও রাজ্য সরকারের
কাউন্সিলর মাসুদ চৌধুরীও এএমডব্লিউসির সমস্যার ব্যাপারের দলীয় কাউন্সিলরদের সাথে সমাধানের আশ্বাস প্রদান করেন। অন্যান্য অতিথিবৃন্দও মুসলিম কমিউনিটির পবিত্র রমজানের শুভেচ্ছা মতামত ব্যক্ত করেন এবং এএমডব্লিউসির কার্যক্রমেরে ভূয়সী করেন। সবশেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে দোয়া করা হয়।
উপস্থিত মুসল্লিদের একাংশ |
উপস্থিত মহিলাদের একাংশ |
হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর |
ইফতার প্রস্ততির একাংশ |
দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল হাদি তানভীর। নামাজের পর পারম্পারিক শুভেচ্ছা বিনিময় করেন আগত মুসল্লিরা।
No comments