ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে ইফতার ও নৈশ ভোজের আয়োজন
মেয়র ও কাউন্সিলর সহ কমিউনিটির সদস্যবৃন্দ |
নিজস্ব প্রতিবেদক।। পবিত্র রমজান উপলক্ষে গত ১২ এপ্রিল বুধবার ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র Cr George Greiss এর আমন্ত্রনে মুসলিম কমিউনিটির জন্য ইফতার ও ডিনারের আয়োজন করা হয়। ক্যাম্বেলটাউনস্থ বিভিন্ন মসজিদ,মসল্লা, ইসলামিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইমাম, আলেম গন ইফতার ও নৈশ ভোজে অংশগ্রহন করেন। এছাড়াও বাংলাদেশী
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র |
উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র অত্র এলাকার সকল মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। মুসলিমদের জন্য এবারই কাউন্সিলের উদ্যোগে রমজান নাইট ও ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে
মেয়র সহ কাউন্সিলর বৃন্দ |
মেয়র ও কাউন্সিলর মাসুদ চৌধুরী সহ নেতৃবৃন্দ |
কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও মাসুদ চৌধুরী বাংলাদেশী বিভিন্ন সংগঠন থেকে
আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এবারেই প্রথম বারের মত ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল রমজান নাইট ও ঈদ উৎসবের আয়োজন করেছে যাইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে।
রমজান নাইট হবে আগামী ১৫ এপ্রিল শনিবার বিকাল ৪.৩০
মিনিটি থেকে রাত্র ১১.৩০ মিনিট পর্যন্ত ক্যাম্বেলটাউন লিথগো স্ট্রিট এবং ঈদ উৎসব হবে
মিন্টোস্থ করোনেশন পার্কে সকাল ১১টা থেকে রাত্র ৮ টা পর্যন্ত। সিডনীর জনপ্রিয় ল্যাকেম্বা
অনুষ্ঠিত রমজান নাইটের মত ক্যাম্বেটাউনের রমজান নাইট মুসলিম কমিউনিটি উপভোগ করবে এ
প্রত্যাশা সকলের। ফটো ক্রেডিট: ফেসবুক ফ্রেন্ড।
No comments