বিডি হাব কমিউনিটির উদ্যোগে আজ ১৬ এপ্রিল রবিবার মিন্টোতে হবে চাঁদ রাত মেলা
আতিকুর রহমান ।। পবিত্র রমজান শেষে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। ঈদ মানেই আনন্দ আর হাসিখুশি আর নিজ ও প্রিয়জনদের জন্য কেনা-কাটা। সাধারন সবাই সারা মাস তুলনায় ঈদের ঠিক আগেই কেনা-কাটায় ব্যস্ত থাকতে দেখা যায়। বিশেষ করে ঈদের আগের দিন যা চাঁদ রাত বলেই সবাই জানে। কারন অনেকেই মনে করেন শেষ রাত মানেই ব্যবসায়ীরা দ্রব্য মূল্য হ্রাস করে ঈদের পরে নতুন করে ব্যবসা শুরু করবে অথবা ক্রয়কৃত ঈদের নতুন জামা সবার কাছে নুতনই থাকবে। ক্রেতাদের সেই আমেজ দিতে প্রতিবারের মত বিডি হাব কমিউনিটি সিডনী এবারও আয়োজন করেছে “চাঁদ রাত মেলা”।
গত বারের চাঁদ মেলার ব্যাপক সাফল্যের পর এবার আরও নতুন নতুন দোকান বৃদ্ধি করে আকর্ষন করা হয়েছে বলে জানিয়েছেন বিডি হাব কমিউনিটি সিডনীর সভাপতি আবদুল খান রতন। প্রায় শতাধিক এর মত পোশাকের ষ্টল, দেশীয় আমেজের সুস্বাধু খাবারের ষ্টল, ফেস পেইটিং ষ্টল, মেহেদী ষ্টল, জুয়েলারী সহ রকমারি ষ্টলতো থাকছেই। শিশুদের জন্য জ্যাম্পিং ক্যাসেল সহ বিভিন্ন রকমের রাইড। মেলাকে আকর্ষন করার জন্য আয়োজন করেছে পুঁথি পাঠ, কবিতা আবৃত্তিসহ নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সার্বিক নিরাপত্তার জন্য রাখা হবে সিকিউরিটি গার্ড।
গত বৎসর চাঁদ রাত মেলার একাংশ |
গত বৎসরের বিডি হাব আয়োজিত চাঁদ রাত মেলার একাংশ
গত বৎসরের বিডি হাব আয়োজিত চাঁদ রাত মেলার একাংশ |
মেলা হবে মিন্টোতে 37-41 Lincoln St, Minto। মেলা শুরু হবে ১১টায় এবং শেষ হবে ১০ মিনিটে। মেলায় কোন প্রবেশ মূল্য নেই। পার্কি এর সুব্যবস্থা রয়েছে। এবারের মেলার টাইটেল স্পন্সর এ রয়েছে এরন প্রোপ্রার্টিজ। গোল্ড স্পন্সর রয়েছে Teleaus, Weltime, Minto Fruit Orchard, Minto Mall, Commonwealth Bank Ingleburn সহ অনেকে। চাঁদ মেলায় আপনার ঈদের সব কেনা-কাটা করতে নি:চিন্তে। চাঁদ মেলার বিস্তারিত জানার জন্য গত ২৯ মার্চ বিডি হাব সিডনী নিজস্ব ভবনে সাংবাদিক ও কমিউনিটির সাংগঠনিক নেতৃবৃন্দের জন্য ইফতারের আয়োজন করেছিল।
ইফতার ও সাংবাদিক সম্মেলনের একাংশ
কমিউনিটির সকলকে চাঁদ মেলার আনন্দ উপভোগ করার উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আবদুল খান রতন।বিডি হাব কমিউনিটির সভাপতি আবদুল খান রতন
No comments