Header Ads


  • ইব্রাহিম খলিল মাসুদ ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত


     বায়ে মেয়র ড. জর্জ প্রিসেস ও  ডানে নতুন ডিপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ।  ছবি: ইন্টারনেট

    ডেস্ক রিপোর্ট।। অষ্ট্রেলিয়ায় বাংলাদেশীদের সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে নি:সন্দেহে। ইতিমধ্যেই অনেকে স্থানীয় রাজনীতির সাথে ওতোপ্রোত ভাবে জড়িত হয়েছে। যা বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনছে। ইতিমধ্যেই নিউ সাউথ ওয়েলস ছাড়াও অন্যান্য রাজ্যের সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    মেয়র ও ডেপুটি মেয়রের সাথে বাংলাদেশী কমিউনিটি

    ভবিষ্যতে এদের মধ্যে থেকেই অনেকই হয়ত: এমপি বা মন্ত্রী সভায় স্থান হবে। বিগত দিনে ফেডারেল ও ষ্ট্রেট এমপি নির্বাচনে সর্বজনাব শাহ জামান টিটু, রশিদ ভূইয়া, জহিরুল কাজী ও খাইরুল চৌধুরী অংশগ্রহন করেন। যদিও নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তবে বিভিন্ন সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভত অনেকেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে অন্যতম কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ড. সাবরিন ফারুকী (NSW ALP Policy Forum মেম্বার এবং ২০১৯ সালে  New South Wales Legislative Council এর জন্য নির্বাচন) সুমন সাহা, ক্যান্টাবেরী ব্যাংকসটাউন কাউন্সিলের মিসেস সাজেদা আখতার সানজিদা, শাহ জামান টিটু, নাজমুল হুদা, প্যারাম্যাটা কাউন্সিলের ড. শাহাদত চৌধুরী ও প্রবীর মৈত্র, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মাসুদ চৌধুরী ও ইব্রাহিম খলিল মাসুদ সহ প্রমুখ। 

    ডেপুটি মেয়র  কাউন্সিলর খলিল মাসুদ

    বাংলাদেশীদের বর্তমানে সবচেয়ে বেশী বসবাসকারী হচ্ছে ক্যাম্বেলটাউন  সিটি কাউন্সিল এলাকায়। এ কাউন্সিলে বর্তমানে দু’জন কাউন্সিলর রয়েছে। গত ৫ সেপ্টেম্বরে সিটি কাউন্সিলের কাউন্সিলরদের ভোটে আগামী এক বৎসরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। কাউন্সিলর খলিল মাসুদ হচ্ছেন বাংলাদেশীদের মধ্যে প্রথম ডেপুটি মেয়রের সম্মান ও গৌরব অর্জন করেছেন। ৪ বৎসর পর পর সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হলেও কভিটের জন্য গত নির্বাচন দেরীতে অনুষ্ঠিত হয়। গত  ৪ ডিসেম্বর ২০২১ সালে নির্বাচনে কাউন্সিলর খলিল মাসুদ কমিউনিটি ভয়েস ক্যাম্বেলটাউন গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

    মেয়র ও ডেপুটি মেয়রের সাথে বাংলাদেশী কমিউনিটি

    গত ৫ সেপ্টেম্বর মেয়র হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন Dr George Greiss কাউন্সিলর  ড. জর্জ লিবারেল পার্টি থেকে নির্বাচিত হয়ে স্বতন্ত্র কাউন্সিলদের নিয়ে সিটি কাউন্সিলের ক্ষমতায় রয়েছেন। আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিটি কাউন্সিলের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। পুনরায় মেয়র হিসেবে জয়লাভ করার পর Dr George Greiss বলেন, পরবর্তী ১২ মাসে কমিউনিটির জন্য নতুন নতুন প্রজেক্ট এবং প্রোগ্রাম উপহার দেয়ার প্রত্যাশা করেন।

    মেয়র ড.জর্জ প্রিসেস ও ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল
     

    তিনি আরও বলেন, নতুন ডেপুটি মেয়র কাউন্সিলর খলিল মাসুদের সাথে সৌহার্দ্যপুর্নভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন।


    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728