|
ইফতারে অংশগ্রহনকারীদের একাংশ |
ক্যাম্বেলটাউন
সিটি কাউন্সিল গত ২১ শে মার্চ ক্যাম্বেলটাউন সিভিক হলে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ
ইফতার ও ডিনারের আয়োজন করে। সিটি কাউন্সিলের
মেয়র Dr
George Gresiss এর আমন্ত্রনে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ,
মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
বক্তব্য রাখছেন ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ |
|
ডেপুটি মেয়র খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ |
মেয়র ড. জর্জ গ্রিসিস এর বিশেষ কারনে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি ফলে স্বাগত বক্তব্য রাখেন ডিপুটি
মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।
|
এএমডব্লিউসি এর সভাপতি ও সাধারন সম্পাদকসহ মাল্টিকালচারাল এনএসডব্লিউ এর কর্মকর্তা |
কাউন্সিলর খলিল মাসুদ ইফতারে অংশগ্রহন করার জন্য
সকলকে ধন্যবাদ জানান। |
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ |
বক্তব্যে ক্যাম্বেলটাউন মাল্টিকালচারাল সোসাইটিতে মুসলিমরা বিভিন্ন
সেক্টরে অবদানের কথা উল্লেখ করেন। পরে শেখ ওয়ালিদ রমজানের তাৎপর্য তুলে ধরেন। |
বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ |
অনুষ্ঠানে
কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ ইফতারে অংশগ্রহন করেন। পরে উপস্থিত
সকলে ইফতার ও ডিনারে অংশগ্রহন করেন।Photo Credit: Naiem Abdullah, Campbelltown City Council, Internet.
বিজ্ঞাপন
No comments