সিডনীতে আগামী ১২ই মার্চ ২০২৪ মঙ্গঁলবার পবিত্র রমজান শুরু হতে পারে
আতিকুর
রহমান: রমজান শব্দটি এসেছে রমজ শব্দ থেকে, রমজ শব্দের র্অথ হলো জ্বালিয়ে দেয়া বা দগ্ধ করা। এই রমজান মাসের রোজা মানুষের মনের কলুষ-কালিমা পুড়য়ে নষ্ট করে দিয়ে মনকে নির্মল ও পবিত্র করে তোলে। ভোররাত থেকে সন্ধ্যা র্পযন্ত পানাহার থেকে বিরত থাকা ও সংযম পালন ইসলামে রোজা বা সিয়াম নামে উল্লেখিত। পবিত্র কোরআনের বিভিন্ন রমজানের নির্দেশনা ও ফজিলত সর্ম্পকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুল (সা.) এর জীবনভত্তিকি বিভিন্ন হাদিসেও এর ফজিলত ও করণীয় সর্ম্পকে দিক নির্দেশেনা দেয়া আছে।
প্রাত্যহিক জীবনে নিয়ম-শৃংখলা, কষ্ট সহিঞ্চুতা, পরোপকার, সৎ চিন্তা ও সরল জীবন যাপনের মাধ্যমে আদর্শ মানুষ হবার শিক্ষা অর্জনের সুযোগ হতে পারে এই মাস। এছাড়া অহতেুক খাওয়া-দাওয়া ও বিলাসতা এড়য়িে প্রতিবেশীসহ নাগরকি জীবনে আশেপাশে থাকা গরীবদের প্রতি নজর দিলে রমজান মাসের র্সাথকতা আসবে। রহমত, মাগফরোত ও নাজাত এই তিন ভাগে বিভক্ত রমজান মাসের পুরোটা সবার জন্য কল্যাণ ও রহমত বয়ে আনুক, এই আমাদরে প্রত্যাশা। আল্লাহ তায়ালা বলেছেন: ‘শাহরু রমাদ্বা-নাল্লাযী উনযলিা ফি-হিল কুরআন’। র্অথাৎ ‘রমজান ওই মাস, যে মাসে আমি পবিত্র কুরআন নাযিল করেছি। আল্লাহ তায়ালার এ বাণী দ্বারা বুঝা যায়, রমজান কেন অন্য মাসের চেয়ে মহিমান্বিত, শ্রেষ্ঠ ও গুরুত্বর্পূণ। সমস্ত আসমানী গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন যে পবিত্র মাসে নাযিল হয়েছে, নি:সন্দেহে সে মাস অন্য মাসের চেয়ে শ্রেষ্ঠ, তাৎর্পযপূর্ণ ও বরকতময়। অন্যান্য মাসের তুলনায় এ মাসের ইবাদাতের সওয়াব অনেক বেশী।
ক্যাম্বেলটাউন এলাকার বাংলাদেশীদের
অন্যতম বৃহৎ সংগঠন অষ্ট্রেলিয়া মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইসলামিক সেন্টার রমজানের
ক্যালেন্ডারও ১২ মার্চ শুরু হতে পারে বলে উল্লেখ করেছেন তবে তা চাঁদ দেখার উপর ভিত্তি
করে নির্ধারন করা হবে আয়োজকরা জানিয়েছেন।
রমজান ইবাদতের বসন্ত, অতএব আমাদের উচিৎ হবে এ পবিত্র মাসে মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (দ.) এর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে বেশী ইবাদাত-রিয়াজত করা। অনাহারিদের মুখে খাবার তুলে দেয়া, বস্ত্রহীনের শরীর আবৃত করা, সর্বোপরি অভাবী-দুঃখী লোকদেরে সাহায্যে এগিয়ে আসা। আল্লাহ পাক আমাদের সে তাওফিক দান করুন, আমিন!
No comments