Header Ads


  • সিডনীতে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে বাংলাদেশীদের অন্যতম বৃহৎ ইফতার অনুষ্ঠিত

    আতিকুর রহমান ।। পবিত্র রমজান উপলক্ষে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে গত ৭ এপ্রিল রবিবার ইফতারের আয়োজন করা হয়।

    ইফতারে অংশগ্রহনকারীদের একাংশ

    সিডনীর মিন্টোস্থ ইনডোর স্পোর্টস সেন্টারের হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। আয়োজকরা ক্রমশ: এ এলাকায় বাংলাদেশীদের বৃদ্ধিতে এবারে প্রায় আড়াই হাজারের অধিক ইফতারের ব্যবস্থা করা হয়। ছুটির দিন থাকায় সন্ধ্যার পূর্বে হল পরিপূর্ন হয়ে যায়। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। শুরুতে এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা হাফেজ আবদুল হাদী তানভীর কোরআন তেলওয়াত ও পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরেন।

    ইফতারে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ আবদুল হাদী তানভীর

    সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সংগঠনের সভাপতি ড. আনিসুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর খান মুন। 

    ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল
    সংগঠনের আজীবন সদস্য ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল তার বক্তব্যে এ সংগঠনের উন্নয়নে সবসময় কাজ করার কথা পূর্নব্যক্ত করেন। 

    সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ডানে) ও  সাধারন সম্পাদক সাদিকুর খান (বায়ে)

    ইফতারে অংশগ্রহনকারীদের একাংশ

    এ সংগঠনের প্রতি সকলকে এগিয়ে আসার আহবান জানান। সমাপ্তি বক্তব্যে ড. আনিছুল আফছার সংগঠনের সহযোগিতার জন্য ধন্যবাদ  এবং আগামীতে সহযোগিতার জন্য সকলকে আহ্ববান জানান।



    পরে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করার পর মুসল্লিরা ইফতারে অংশগ্রহন করেন। 

    উল্লেখ্য যে, অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায় দীর্ঘদিন যাবত ইসলামী কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে।

     চাদঁ দেখার উপর ভিত্তি করে আগামী ১০ এপ্রিল বুধবার অথবা ১১ এপ্রিল বৃহষ্পতিবার ২০২৪ মিন্টোস্থ ভিক্টোরিয়া পার্কে পবিত্র ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।

    বিজ্ঞাপন (Advertisement)





    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728