কুইন্সল্যান্ডের টাউনসভিলে বসবাসরত বাংলাদেশীদের বার্ষিক পিঠা উৎসব ২০২৪
পিঠা উৎসবে অংশগ্রহনকারীদের একাংশ |
আতিকুর রহমান ।। শীতের আমেজে আনন্দ ঘন পরিবেশে পিঠা উৎসব পালন করেছে উত্তর কু্ইন্সল্যান্ডের টাউনসভিলে। টাউনসভিলে বসবাসরত বাংলাদেশীরা গত ২৬ শে মে রবিবার এ বার্ষিক পিঠা উৎসব এবং বিবিকিউ অনুষ্ঠান উদযাপন করেছে। প্রোগ্রামটি সাউথ টাউনসভিলে বোটিং রিক্রিয়েশনাল পার্কে অনুষ্ঠিত হয়।
প্রাকৃতিক সুন্দর পরিবেশে ঘেরা টাউনসভিল হল কুইন্সল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং স্নাতকোত্তর ছাত্রদের সমন্বয়ে প্রায় ৪০টি প্রবাসী পরিবার বসবাস করে।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সুস্বাদু পিঠা, মিষ্টি এবং খাবার আনা হয়েছিল যা সবাই খুব মজা করে উপভোগ করেছে। অনুষ্ঠান সকাল ৯ টা য় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে।
সকালে বিভিন্ন রকম সুস্বাদু পিঠা দিয়ে নাস্তা করা হয় এবং দুপুরে বিবিকিউ দিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
খাবারের পাশাপাশি অনেক পরিবার মাছ ধরার আনন্দ উপভোগ করেছে এবং বাচ্চারা পার্কে ক্রিকেট এবং ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলা করেছে। সবশেষে ঝালমুড়ি আর চা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
No comments