আজ ৭ ডিসেম্বর শনিবার থেকে এএমডব্লিসি স্বাধীনতা দিবস ভলিবল টূর্নামেন্ট ২০২৪ শুরু হতে যাচ্ছে।
আতিকুর রহমান।। আজ ৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এএমডব্লিসি স্বাধীনতা দিবস ভলিবল টূর্নামেন্ট ২০২৪। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে সংগঠনের নিজস্ব মাঠে (13-17 Eagleview Rd Minto) বিকাল ৬ টায় অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছরই এ টূর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে আসছে। কমিউনিটির মধ্যে এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে।
মাঠের প্রস্ততির কাজ চলছে। সহযোগিতায় জাহেরুল ও মোক্তার ভাই। |
এ বছরও এর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার কথা জানিয়েছেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আবদুল মতিন পপলু। ইতিমধ্যেই মাঠের কাজ সম্পন্ন করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় তিনটি টিম অংশগ্রহন করবে। পদ্মা, মেঘনা ও যমুনা দল অংশগ্রহন করবে। লটারীর মাধ্যমে দলগুলিকে খেলোয়াড় নির্ধারিত হয়।
ফাইল ফটো: বিগত বৎসরের খেলা শুরু পূর্বে খেলোয়াড়সহ অতিথিবৃন্দ। |
পদ্মা দলের সেলিম, মেঘনা দলের সাদিন আফছার ও যমুনা দলের মাহাবুব অধিনায়কের দায়িত্ব পালন করবেন। নবীন ও প্রবীন খেলোয়াড়দের সম্বনয়ে গঠিত দলগুলি লিগ পদ্ধতিতে খেলা হবে ।
ফাইল ফটো: চ্যাম্পিয়ন দল (২০২২)। |
মেঘনা ও যমুনা দলের মধ্যে তিন সেটের খেলা আজ ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বিকাল ৬ টায়। ৮ ডিসেম্বর পদ্মা বনাম মেঘনা এবং ১৩ ডিসেম্বর পদ্মা বনাম যমুনা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
ফাইল ফটো: বিগত বৎসরের খেলা শুরু পূর্বে খেলোয়াড়সহ অতিথিবৃন্দ। |
আগামী ১৫ ডিসেম্বর রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ও অন্যান্য সহযোগিতায় রয়েছে বাংলার কন্ঠ ডট কম ও প্রভাত ডট কম। ফাইনাল খেলার পুরষ্কার প্রদান করা হবে। এবারের প্রতিযোগিতায় গোল্ডেন স্পন্সর হলেন সোহেল রানা সিইও অষ্ট্রেলিয়ান ফেডারেশন কলেজ। সিলভার ও ব্রোন্জ স্পন্সর হলেন বাংলার কন্ঠ ডট কম ও প্রভাত ডট কম। টূর্নামেন্টের আম্পায়ের দায়িত্ব পালন করবেন গোলাম মোস্তফ। সহযোগিতা করবেন মাহমুদুল হক মামুন, এখলাস উদ্দিন বাবু, মোক্তার হোসেন, আলমগীর কবির। মেঘনা দল: সাদিন আফছার (ক্যাপ্টেন), আজাদ, মনোয়ার, নাজমুল, আরিফ, জাহেরুল, আতিক, নাসিম। পদ্মা দল: সেলিম (ক্যাপ্টেন), সুলতান, জাকির, কবির, জাওয়াদ, প্রান্ত, আপেল, পপলু, আনিছুল আফছার। যমুনা দল: মাহাবুব (ক্যাপ্টেন), জাহিদ, তানভির, বুলবুল, খসরু, আরজু, রিহান, শরিফুল, রাফি।
ফাইল ফটো: বিগত বৎসরের চ্যাম্পিয়ন ট্রফি। |
ফাইল ফটো: বিগত বৎসরের চ্যাম্পিয়ন দলসহ অতিথিবৃন্দ। |
এর মধ্যে খেলাধুলার আয়োজন, তরুন ও প্রবীনদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, পবিত্র দুই ঈদের নামাজের ব্যবস্থা, মেধাবী ছাত্রদের সংধর্না, হসপিটোলে হুইল চেয়ার প্রদান, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন প্রাকৃতিক দূযোর্গে সহায়তা অন্যতম।
ছবি: এবারের (২০২৪ সাল) প্রতিযোগিতার নবীন ও প্রবীনের খেলার দৃশ্য।
এবারের স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা কমিউনিটির তরুনদের খেলাধূলার প্রতি আরও আগ্রহ বৃদ্ধি করবে নি:সন্দেহে।
বিজ্ঞাপন:
No comments