Header Ads


  • আজ ২৬ শে জানুয়ারী রবিবার অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পবিত্র ইসরা ও মি’রাজ

    আজ ২৬ শে জানুয়ারী রোজ রবিবার অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পবিত্র ইসরা ও মি’রাজ। আজ সেন্টারের নিজস্ব ভবনে 13-17 Eagleview Rd, Minto, NSW এই ইসলামিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মাগরিব থেকে এশা পর্যন্ত আজকের এই পবিত্র অনুষ্ঠানে বয়ান করবেন সিডনির ল্যাকেম্বাস্থ  দারুল উলুম মসজিদের ইমাম শেখ আব্দুল্লাহ হিউমাডি এবং  এমডব্লিউসি ইসলামিক সেন্টার এর ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর। শেখ আব্দুল্লাহ বয়ান করবেন প্রিপারেশন ফর রামাদান ও হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর বয়ান করবেন ইসরা ও মি’রাজ। অনুষ্ঠান শুরু হবে ৮টা মিনিটে। অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করার জন্য বিনীত আবেদন জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুন। অনুষ্ঠানে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। 


    উল্লেখ্য যে, এমডব্লিউসি ইসলামিক সেন্টার প্রতি মাসে ইসলামিক প্রোগ্রামের আয়োজন করা হয়। এমডব্লিউসি ইসলামিক সেন্টার ইতিপূর্বে  কম্সিউনিটি সেন্টার হিসেবে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে অনুমোদিত হয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে  এ পর্যন্ত সংগঠনের সাফল্য ব্যাপক যা সিডনীতে বলা চলে অদ্বিতীয়। ৫ একর বিশিষ্ট সেন্টার এ সাফল্য ইর্ষনীয়। সেন্টার কমিউনিটির সদস্যদের খেলাধূলা, তারবীহ ও ঈদের জামাত, তরুনদের উৎসাহিত করার জন্য টেলেন্ট পুরষ্কার, ইসলামিক কোরআন প্রতিযোগিতা, বয়স্ক ও তরুন-তরুনীদের কোরআন শিক্ষা প্রদান অন্যতম সাফল্য। কিছু জটিলতার জন্য শুধুমাত্র শুক্রবারের পবিত্র জুম্মা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য সকল কার্যক্রম যথারীতি বহাল রয়েছে। 


    বিজ্ঞাপন:







    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728