আনন্দ ও বিপুল উৎসাহের মধ্য দিয়ে কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক পূর্নমিলনী ও বনভোজন উদযাপিত
আতিকুর রহমান ।। সিডনীর অন্যতম বৃহত্তম সংগঠন কৃষিবিদ অষ্ট্রেলিয়া অত্যন্ত আনন্দ ও উৎসহের মধ্য দিয়ে উদযাপিত করেছে বার্ষিক পুর্নমিলনী ও বনভোজন। কৃষিবিদ অষ্ট্রেলিয়ার যাত্রা শুরু হয় ১৯৯৫ সাল থেকে। কৃষিবিদ অস্ট্রেলিয়ার ধারনা মতে অস্ট্রেলিয়ায় কৃষিবিদ পরিবারের সংখ্যা ৬৭১ টি। এটিই সম্ভবতঃ বাংলাদেশের একই পেশার সর্বাধিক সংখ্যা।
বক্তব্য রাখছেন সাংসদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, পাশে স্ত্রী ডাঃ সুলতানা শামীমা চৌধুরী এবং জাহেরুল ইসলাম ও মনোয়ার হোসেন। |
গত ২৮শে জানুয়ারী শনিবার প্রতি বছরের মত এবারও কৃষিবিদ অষ্ট্রেলিয়া আয়োজন করেছিল এ বনভোজন ও পুনমিলনী। সিডনির এবাটসবের প্লাউ ও হ্যারো পার্কে আয়োজিত বার্ষিক পূনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়। কোভিড মহামারীর কারণে বিগত দু’বছর বনভোজনের আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এ বছর বিপুল সংখ্যক কৃষিবিদ স্বপরিবারে এ পূনর্মিলনিতে অংশগ্রহন করেন। এতে কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা এবং বাংলাদেশ থেকে আগত জাতীয় সংসদের এম.পি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম অন্যতম। সাংসদ কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম ও স্ত্রী ডাঃ সুলতানা শামীমা চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হয়।
No comments